পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

কোরোনা-আতঙ্কে বন্ধ জঙ্গল, ক্ষতির মুখে ডুয়ার্সের পর্যটন ব্যবসা - Corona effect

ডুয়ার্সের একাধিক পর্যটনকেন্দ্রে পর্যটকদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে । ফলে ক্ষতির মুখে পড়েছে সেখানকার ব্যবসায়ীরা ।

ক্ষতির মুখে ডুয়ার্সের পর্যটন ব্যবসা
ক্ষতির মুখে ডুয়ার্সের পর্যটন ব্যবসা

By

Published : Mar 17, 2020, 6:53 PM IST

জলপাইগুড়ি, 17 মার্চ : কোরোনা আতঙ্কের জেরে অনির্দিষ্টকালের জন্য পর্যটকদের জঙ্গলে ঢুকতে নিষেধ করা হয়েছে ৷ ফলে ক্ষতির মুখে পড়েছে ডুয়ার্সের পর্যটন ব্যবসায়ীরা ৷ গোরুমারা, জলদাপাড়া জাতীয় উদ্যান ও অভয়ারণ্যগুলিতে প্রবেশের উপর নিষেধাজ্ঞা জারি করায় বেসরকারি রিসর্টগুলিতে বুকিং বাতিল করতে শুরু করেছে পর্যটকরা ।

লাটাগুড়ি রিসর্ট ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদক দিব্যেন্দু দেব বলেন, "এই সময় আমাদের লাগাতার বুকিং থাকে । মার্চ-এপ্রিল মাসে বোর্ডের পরীক্ষাগুলি শেষ হওয়ায় এই সময় পড়ুয়াদের সঙ্গে তাদের অভিভাবকরা ডুয়ার্সে ঘুরতে আসেন । ইতিমধ্যে ডুয়ার্সের সব রিসর্টগুলিতে বুকিং ছিল । লাটাগুড়িতেই কমবেশি 62টি রিসর্টে বুকিং ছিল । মার্চ, এপ্রিল ও মে মাসে টানা বুকিং ছিল । তারপর জঙ্গল 15 জুন থেকে 16 সেপ্টেম্বর পর্যন্ত তিনমাসের জন্য বন্ধ থাকে । ফলে এই সময়টাতেও আমাদের ব্যবসা বন্ধ থাকে ।"

জঙ্গল বন্ধ হয়ে যাওয়ার ফলে গোরুমারা সহ একাধিক পর্যটন স্থানও বন্ধ করে দেওয়া হয়েছে ৷ গোরুমারা বন্যপ্রাণ বিভাগের তরফে এলিফেন্ট ক্যাম্প, কালিপুর ইকো ভিলেজ, রাইনো ক্যাম্প, হর্নবিল নেস্ট, মূর্তি ইকো টুরিজ়ম সেন্টার, মৌচুকি, পানঝোরা আজ থেকে পর্যটকদের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে ।

দিব্যেন্দু দেব জানান, "ডুয়ার্সের পর্যটন ব্যবসা মূলত জঙ্গলকেন্দ্রীক । এই রাজ্য বা ভিন রাজ্য থেকে পর্যটকরা আসেন শুধুমাত্র জঙ্গলে ঘোরার জন্য । কিন্তু জঙ্গল বন্ধ থাকলে কেনই বা আসবে পর্যটক ৷ ফলে আমাদের ব্যবসা বন্ধ হয়ে যাবে । তা ছাড়া আমাদের বুকিংগুলো হয় মূলত দার্জিলিং পাহাড় ও ডুয়ার্সের প্যাকেজে । কিন্তু পাহাড়ও বন্ধ থাকার ফলে ডুয়ার্সের পর্যটন ব্যবসা বিরাট ক্ষতির মুখে । আমাদের এখানে ফরেস্ট বেস টুরিজ়ম । ছাত্রছাত্রীরাও আসে জঙ্গল ঘুরতে, বন্যপ্রাণী দেখতে । গোরুমারা জাতীয় উদ্যান বন্ধ, চাপড়ামারি অভয়ারণ্য-সহ আলিপুরদুয়ারের জলদাপাড়া জাতীয় উদ্যান অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে যাওয়ার ফলে কী করব আমরা বুঝে উঠতে পারছি না ।" তবে যাঁদের এই সময় বুকিং ছিল তাঁরা আসতে না পারলেও সেপ্টেম্বরের মধ্যে তাঁরা এলে বাড়তি সুবিধা দেওয়া হবে বলে জানান লাটাগুড়ির পর্যটন ব্যবসায়ীরা ।

আজ গোরুমারা বন্যপ্রাণী বিভাগের DFO নিশা গোস্বামী বলেন, "কোরোনা ভাইরাসের জন্য আমরা গোরুমারা, নেওড়াভ্যালি জাতীয় উদ্যান সহ চাপড়ামারি অভয়ারণ্যে প্রবেশ বন্ধ করেছি । সব ক'টি বন বাংলোতে বুকিং বাতিল করা হয়েছে ।"

ABOUT THE AUTHOR

...view details