পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

কোরোনা সতর্কতায় বিদেশি নাগরিকদের জন্য বন্ধ ভারত-ভুটান সীমান্ত - বন্ধ ভারত-ভুটান সীমান্ত

বিদেশী নাগরিকদের যাতায়াতে নিষেধাজ্ঞা জারি হল জলপাইগুড়ির ভারত-ভুটান সীমান্তে৷ ভারতীয় ও ভুটানের নাগরিকদের যাতায়াতে ছাড় থাকলেও তাদের ক্ষেত্রেও স্বাস্থ্য পরীক্ষা বাধ্যতামূলক।

bhutan border closed for corona
ভারত-ভুটান সীমান্ত

By

Published : Mar 15, 2020, 5:20 PM IST

জলপাইগুড়ি, 15 মার্চ: কোরোনা সতর্কতায় ভারত-ভুটান সীমান্তে বিদেশি নাগরিকদের যাতায়াতে নিষেধাজ্ঞা জারি করা হল৷ তবে ভুটান ও ভারতের নাগরিকদের জন্য এই নিষেধাজ্ঞা থাকছে না৷ জঁয়গাও সীমান্তের পর আজ জলপাইগুড়ি জেলার চামুর্চি ভুটান-গেটও বন্ধ করে দেয় প্রশাসন। চামুর্চি সীমান্তের চেকপোস্ট ছাড়াও জিতি চা বাগান এবং চ্যাংমারি চেকপোস্ট দিয়েও বিদেশী নাগরিকরা যাতায়াত করতে পারবেন না বলে জানানো হয়েছে। এদিকে এক্ষেত্রে ভারতীয় ও ভুটানের নাগরিকদের যাতায়াতে ছাড় থাকলেও তাদের স্বাস্থ্য-পরীক্ষা বাধ্যতামূলক। তারপরই ভারতে প্রবেশের অনুমতি মিলবে৷

এদিকে কোরোনা মোকাবিলায় জেলা হাসপাতাল চত্বরে কোরোনা সন্দেহভাজনদের জন্য পৃথক কোয়ারেন্টাইন প্রেমিসেস তৈরি করতে চলেছে জলপাইগুড়ি জেলা স্বাস্থ্য দপ্তর। জেলা হাসপাতালের পাশে সরকারি ভবনে কোয়ারেন্টাইন প্রেমিসেসের পরিকল্পনা নেওয়া হয়েছে। আজ একথা জানান জেলার ভারপ্রাপ্ত মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ রুদ্র কুমার ঈশ্বরারি। পাশাপাশি জলপাইগুড়ির চামুর্চি, জিতি এবং চ্যাংমারি চেকপোস্টে ভারতীয় ও ভুটানের নাগরিকদের স্বাস্থ্য পরীক্ষার নির্দেশ দেওয়া হয়েছে কর্তব্যরত SSB জওয়ানদের। যেহেতু ভারত ও ভুটানের প্রচুর মানুষ কাজের জন্য দুই দেশে নিয়মিত যাতায়াত করে থাকেন৷

জলপাইগুড়ির মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ রুদ্র কুমার ঈশ্বরারি বলেন, "পৃথক কোয়ারেন্টাইন প্রেমিসেস তৈরি হচ্ছে। 5টি ঘরে 40 থেকে 50টি বেডের ব্য়বস্থা হচ্ছে। রক্ত পরীক্ষার রিপোর্ট না আসা পর্যন্ত কোরোনা সন্দেহভাজনকে কোয়ারেন্টাইন প্রেমিসেসে রাখা হবে।"

ABOUT THE AUTHOR

...view details