জলপাইগুড়ি, 20 জুন : জলপাইগুড়ি জেলা তৃণমূল কংগ্রেসের গোষ্ঠী কোন্দল মেটাতে জেলা সভাপতি ও বিধায়কদের নিয়ে আলাদাভাবে বৈঠকে বসলেন উত্তরবঙ্গের কোর কমিটির চেয়ারম্যান গৌতম দেব।
লোকসভা নির্বাচনের পরে জেলা সভাপতি বদল করে তৃণমূল কংগ্রেস । সভাপতি বদল হবার পর জেলায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব চরমে ওঠে। নবনিযুক্ত জেলা সভাপতি কৃষ্ণ কুমার কল্যাণী পুরোনো কমিটি ভেঙে দিয়ে নতুন করে ব্লকে ব্লকে আহ্বায়ক দিয়ে কাজ শুরু করেন । প্রায় এক বছর হয়ে গেলেও এখনও পূর্ণাঙ্গ জেলা কমিটি ঘোষণা করা হয়নি । দলেরই কয়েকজন বিধায়ক জেলা সভাপতির বিরোধিতা করছে বলে অভিযোগ । এমনকী ব্লক সভাপতিরাও জেলা সভাপতি কৃষ্ণ কুমার কল্যাণীর বিরুদ্ধে মুখ খুলতে শুরু করেন । এরপর অরূপ বিশ্বাস এসেও দলের হাল শোধরাতে পারেননি। তারপর গৌতম দেবকে দায়িত্ব দেওয়া হয় । জেলা তৃণমূলের ব্লক সভাপতি নিয়োগ করার প্রক্রিয়া শুরু হতেই গোষ্ঠী কোন্দলের অভিযোগ উঠে । প্রকাশ্যেই নেতাদের একাংশ জেলা সভাপতির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করতে শুরু করেন।
জেলা তৃণমূলের গোষ্ঠী কোন্দল মেটাতে জেলা সভাপতি ও বিধায়কদের সাথে বৈঠক করতে জলপাইগুড়ি আসেন উত্তরবঙ্গের কোর কমিটির চেয়ারম্যান গৌতম দেব । এদিন জলপাইগুড়ি রায়কতপাড়ার জেলা সভাপতির নিজস্ব অফিসে বৈঠক করেন গৌতম দেব । আলাদাভাবে জেলা সভাপতি সাথে কথা বলেন । ময়নাগুড়ি ও রাজগঞ্জের বিধায়কের সাথেও আলাদাভাবে বসেন ।