জলপাইগুড়ি, 1 অক্টোবর:100 দিনের কাজ, প্রধানমন্ত্রী আবাস যোজনা-সহ বিভিন্ন প্রকল্পে কেন্দ্রের কাছে বকেয়া পাওনা আদায়র দাবিতে দিল্লিতে 2 দিনের বিক্ষোভ কর্মসূচি নিয়ছে তৃণমূল কংগ্রেস ৷ এই প্রতিবাদ কর্মসূচিতে যোগ দিতে রবিবার আকাশ পথেই রাজধানীর উদ্দেশ্যে রওনা হলেন জলপাইগুড়ির তৃণমূল নেতারা ৷ সোশাল মিডিয়ায় তাঁদের বিমান সফরের ছবিও শেয়ার করেছেন বেশ কয়েকজন তৃণমূল নেতা ৷ আর এই ছবি দিয়ে নেটিজেনদের কটাক্ষের মুখেও পড়তে হয়েছে তাঁদের ৷ গরিব দিনমজুরদের 100 দিনের টাকা আদায়ে কেন এই বিপুল খরচ করে দিল্লি সফর, উঠছে প্রশ্ন ৷
তৃণমূলের তরফে আগেই জানানো হয়েছে রাজ্যের পাওনা বকেয়া আদায়ে দলের সাংসদ, বিধায়ক, পঞ্চায়েত সদস্য ও জেলা পরিষদ সভাধিপতিরাও দিল্লি যাবেন ৷ যাবেন 100 দিনের কাজের শ্রমিকরাও ৷ জবকার্ড হোল্ডারদের দিল্লি নিয়ে যাওয়ার জন্য একটি ট্রেনও বুক করা হয়েছিল দলের তরফে ৷ যদিও শুক্রবার শেষ মুহূর্তে সেই ট্রেনের অনুমতি বাতিল হওয়ায়, শনিবার বাসে চেপেই দিল্লির উদ্দেশ্যে রওনা হয়েছেন 100 দিনের কর্মীরা ৷ আর রবিবার দলের নেতারা বিমানে চড়ে রওনা হলেন দিল্লির উদ্দেশ্যে ৷
এদিন 100 দিনের কাজের বকেয়া টাকার দাবিতে আন্দোলনে সামিল হতে তৃণমূলের পঞ্চায়েত সদস্য, জেলা পরিষদের সভাধিপতি, রাজগঞ্জের বিধায়ক, রাজগঞ্জ পঞ্চায়েত সমিতি, জলপাইগুড়ি সদর পঞ্চায়েত সমিতি, ধূপগুড়ি, ক্রান্তী, মেটেলি, পঞ্চায়েত সমিতির সভাপতিরা বিমানে দিল্লির উদ্দেশ্যে রওনা হন । এমনকী প্রত্যন্ত বানারহাট ব্লকের সাকোয়াঝোড়া 1 নং গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান গোপাল চক্রবর্তীও সেই তালিকায় আছেন ৷