জলপাইগুড়ি, 10 জুলাই: প্রিসাইডিং অফিসারের স্বাক্ষর ছাড়া ব্যালট বাতিল হবে না। গণনা কেন্দ্রের প্রশিক্ষণে কর্মীদের এমনটাই জানানো হয়েছে বলে গুরুতর অভিযোগ 12 জুলাই কমিটির। একেকটি গণনা কেন্দ্রে একেকরকমের নির্দেশিকা দেওয়া হয়েছে বলে জেলাশাসকের কাছে অভিযোগ জানালেন সরকারি কর্মীরা। জলপাইগুড়ি সদর, ময়নাগুড়ি, ধূপগুড়ির মতো গণনা কেন্দ্রে প্রশিক্ষণের সময় বলা হয়েছে প্রিসাইডিং অফিসারের স্বাক্ষর ছাড়া ব্যালট বাতিল হবে না। কিন্তু অন্যান্য গণনা কেন্দ্রগুলিতে প্রশিক্ষণে এমন কোনও নির্দেশ দেওয়া হয়নি বলেই খবর। কিন্তু জলপাইগুড়িতে কেন এমন নির্দেশিকা দেওয়া হল তা নিয়ে পঞ্চায়েত নির্বাচনে গণনার আগেরদিন দাঁনা বেঁধেছে বিতর্ক।
অথচ রাজ্য নির্বাচন কমিশনের তরফে এমন কোনও নির্দেশিকা নেই বলেই দাবি 12 জুলাই কমিটির। এদিন কমিটির তরফে জেলাশাসক মৌমিতা গোদারাকে এক স্মারকলিপি প্রদান করা হয়। কমিটির আহ্বায়ক বাণীব্রত সাহা অভিযোগ করে জানান, আমরা আতঙ্কগ্রস্ত। কারণ, নির্বাচন কমিশন গণনার যে নির্দেশিকা দেওয়া হয়েছে তাতে কখনোই বলা নেই যে প্রিসাইডিং অফিসারের স্বাক্ষর ছাড়া ব্যালট বাতিল হবে না। আমরা মনে করছি এই ধরনের মৌখিক নির্দেশিকার মাধ্যমে একটা অসৎ উদ্দেশ্যকে বৈধ করা। অবৈধ ব্যালটকে বৈধ করার একটা প্রয়াস করা হচ্ছে বলে মনে করি। একইসঙ্গে রাজ্য নির্বাচন কমিশনের নির্দেশিকা মেনেই গণনার কাজ করার দাবি জানানো হয়ে কমিটির তরফে।