পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

North Bengal OSD : সুশান্ত রায়ের নীলবাতির গাড়ি ব্যবহার নিয়ে একাধিক প্রশ্ন, বিতর্ক - স্বাস্থ্য দফতরের ওএসডি

জন স্বাস্থ্য বিভাগের ওএসডি নীলবাতির গাড়ি ব্যবহার করতে পারেন কি ? উত্তরবঙ্গের জনস্বাস্থ্য বিভাগের ওএসডি সুশান্ত রায়ের নীলবাতি লাগানো গাড়িতে ঘোরাকে কেন্দ্র করে সেই প্রশ্নই এবার উঠতে শুরু করেছে ৷ যে ইস্যুকে হাতিয়ার করে তৃণমূলকে আক্রমণ করতে ছাড়েনি জলপাইগুড়ির বিজেপি নেতৃত্ব ৷

Controversy Over Beacon light use by ODS of North Bengal Health Department Sushant Roy in Jalpaiguri
জন স্বাস্থ্য বিভাগের ওএসডি সুশান্ত রায়ের নীলবাতির গাড়ি ব্যবহার নিয়ে একাধিক প্রশ্ন, বিতর্ক

By

Published : Sep 19, 2021, 10:22 PM IST

জলপাইগুড়ি, 19 সেপ্টেম্বর : নীলবাতি লাগানো গাড়ি ব্যবহার করেন উত্তরবঙ্গের জনস্বাস্থ্য বিভাগের ওএসডি সুশান্ত রায় ৷ এবার এ নিয়েই শুরু হয়েছে বিতর্ক ৷ তিনি নীলবাতির গাড়ি ব্যবহার করতে পারেন কি না ? সেই নিয়েই এবার প্রশ্ন উঠতে শুরু করেছে ৷ আর এ নিয়ে শাসকদল তৃণমূলকে নিশানা করল জলপাইগুড়ি জেলার বিজেপি নেতৃত্ব ৷ একই সুর জলপাইগুড়ির আরএসপি নেতৃত্বের গলায় ৷ কোন আইনে বা কার অনুমতিতে সুশান্ত রায় ওই নীলবাতির গাড়ি ব্যবহার করছেন ? এ নিয়ে সুশান্ত রায়কে প্রশ্ন করা হলে, তিনি কোনও জবাব দেননি ৷

প্রসঙ্গত, সরকারি নির্দেশিকা অনুযায়ী প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিক ছাড়া নীলবাতির গাড়ি কেউ ব্য়বহার করতে পারেন না ৷ কিন্তু, জেলা বিজেপি নেতৃত্বের তরফে অভিযোগ করা হয়েছে, উত্তরবঙ্গের জনস্বাস্থ্য বিভাগের ওএসডি সুশান্ত রায় বেআইনিভাবে নীলবাতি লাগানো গাড়িতে ঘুরছেন ৷ যদিও এই অভিযোগ নিয়ে স্পষ্ট কোনও জবাব মেলেনি ৷ কারণ তিনি এই নীলবাতি লাগানো গাড়ি ব্যবহার করতে পারেন কি না, তা নিয়ে প্রশ্ন রয়েছে ৷ তাই এ নিয়ে মুখে কুলুপ এঁটেছে প্রশাসন থেকে রাজ্যের শাসকদলের নেতা সকলেই ৷

তবে, তৃণমূলকে এ নিয়ে বিঁধতে ছাড়েনি বিজেপি ৷ বিজেপির জলপাইগুড়ি জেলার সভাপতি বাপী গোস্বামী কটাক্ষ করে বলেন, ‘‘নীল, লাল, হলুদ, সবুজ সব বাতি ওরা লাগাতে পারে ৷ ওরা তো আইনের ধার ধারে না ৷ উনি তো হাসপাতালে দলের কাজ করছেন ৷ আমিও এবার পার্টির কর্মীদের নিয়ে নীলবাতি নিয়ে ঘুরে বেড়াব, সেটা কী ভাল হবে ? পুলিশ এসে আমাদের ধরবে ৷ যত আইন যত নিয়ম সব বিরোধীদের ক্ষেত্রে ৷ যত আইন ভঙ্গ করা, সংবিধান ভঙ্গ করা সব তৃণমূলের জন্য ৷’’ তাঁর অভিযোগ, জেলা হাসপাতালের একটা সেফটিপিন কেনা থেকে শুরু করে সিরিঞ্জ কেনা, সব সুশান্তবাবুর অঙ্গুলিহেলনে হয় ৷

আরও পড়ুন : Babul Supriya : প্রথম একাদশে খেলতে চেয়েই দলবদল বাবুলের

এ নিয়ে আরএসপি-র রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য প্রকাশ রায় অভিযোগ করেন, ‘‘মুখ্যমন্ত্রী আইন আদালত কিছুই মানেন না ৷ উনিই বাতিল করে দিলেন লালবাতি ব্যবহার করা যাবে না ৷ আর উনিই নীলবাতি ব্যবহার করা যাবে না বলেছেন ৷ আর জলপাইগুড়িতে ডাঃ সুশান্ত রায় নীলবাতি নিয়ে ঘুরে বেড়াচ্ছেন ৷ জলপাইগুড়ি জেলা পরিষদের সভাধিপতি নীলবাতি নিয়ে ঘুরছেন ৷ নীলবাতি আর লালবাতি নিয়েই তো যত চলছে ৷ ভ্যাকসিনের দুর্নীতিও দেখছি, নীলবাতিও দেখছি ৷ জলপাইগুড়িও ব্যতিক্রম নয় ৷ জলপাইগুড়িতে দেখছি সুশান্ত রায় কিন্তু একটা প্রকৃষ্ট উদাহরণ ৷"

সুশান্ত রায়ের নীলবাতির গাড়ি ব্যবহার নিয়ে একাধিক প্রশ্ন, বিতর্ক

আরও পড়ুন : Suman-Babul : কবীর সুমনের তীব্র কটাক্ষেও স্পিকটি নট বাবুল

জলপাইগুড়ি জেলার পরিবহণ দফতরের তরফে বলা হয়েছে, আইন মোতাবেক ওএসডি নীলবাতি ব্যবহার করতে পারেন কি না, তা খতিয়ে দেখতে হবে ৷ এদিকে সাংসদ জয়ন্ত কুমার রায় বলেন, ওএসডি নীলবাতি ব্যবহার করতে পারেন কি না সন্দেহ আছে ৷ অন্যদিকে, জলপাইগুড়ি বার অ্যাসোসিয়েশনের সম্পাদক অভিজিৎ সরকার বলেন, নীলবাতি ব্যবহারের ক্ষেত্রে অনেক নির্দেশিকা রয়েছে কেন্দ্রের ৷ জন স্বাস্থ্য বিভাগের ওএসডি নীলবাতি ব্যবহার করতে পারেন কি না তা খতিয়ে দেখতে হবে ৷

আরও পড়ুন : Babul Supriyo : স্বপনের টুইট বাণে কড়া প্রতিক্রিয়া বাবুলের

ABOUT THE AUTHOR

...view details