জলপাইগুড়ি, 11 নভেম্বর: সভাধিপতি অফিসে আছেন । তবু সহকারী সভাধিপতি বিরোধী দলের স্মারকলিপি গ্রহণ করছেন । সভাধিপতিকে না জানিয়েই প্রশাসনিক কাজ 'একতরফাভাবে' করছেন সহকারি সভাধিপতি । এভাবেই কংগ্রেসের স্মারকলিপি জমা দেওয়া নিয়ে জলপাইগুড়ি জেলা পরিষদের (Jalpaiguri Zilla Parishad) সভাধিপতি ও সহ সভাধিপতির মধ্যে দ্বন্দ্ব প্রকাশ্যে (Conflict Between President and Vice President of zilla parishad) । অভিযোগ, জেলা পরিষদে সভাধিপতি উত্তরা বর্মণ উপস্থিত থাকাকালীন বৃহস্পতিবার সহ সভাধিপতি দুলাল দেবনাথ কংগ্রেসের স্মারকলিপি জমা নেন । আর এই বিষয়টি নিয়েই সভাধিপতি ও সহ সভাধিপতির মধ্যে মতবিরোধ প্রকাশ্যে আসে । এদিন জেলা পরিষদের একাধিক বিষয় নিয়ে জেলা কংগ্রেস সভাপতি পিনাকি সেনগুপ্ত জেলা পরিষদে স্বারকলিপি দিতে আসেন ।
সভাধিপতির উত্তরা বর্মনের অভিযোগ, "সহকারী সভাধিপতির দুলাল দেবনাথ আমাকে না জানিয়ে স্মারকলিপি নিচ্ছেন ৷ আমাকে কিছুই জানাচ্ছেন না । আমি অফিসে থাকা সত্ত্বেও তিনি আমাকে গুরুত্ব দিচ্ছেন না । অসাংবিধানিক কাজ করছেন তিনি । আজকের কংগ্রেসের স্মারকলিপি দেওয়ার বিষয়ে আমি কিছুই জানি না । আমার দফতরের আধিকারিকও কিছু জানতেন না । স্মারকলিপি জমা নেওয়ার ক্ষেত্রে আমার অফিস জানবে । আমার অফিসে কোনও চিঠি আসেনি । সহকারীর ঘরে কংগ্রেসের লোকেরা এসেছে । আমাকে বিভ্রান্ত করা হয়েছে । সহকারী সভাধিপতি নিয়ম মানছেন না ।"