পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Jalpaiguri Zilla Parishad: স্মারকলিপি জমা নেওয়া নিয়ে সভাধিপতি-সহকারী সভাধিপতির দ্বন্দ প্রকাশ্যে - স্মারকলিপি জমা নেওয়া নিয়ে সভাধিপতির

জেলাপরিষদে সভাধিপতি উপস্থিত থাকাকালীন সহ সভাধিপতি কংগ্রেসের স্মারকলিপি জমা নিয়েছেন । এ নিয়ে জলপাইগুড়িতে সভাধিপতি-সহকারী সভাধিপতির দ্বন্দ প্রকাশ্যে (Conflict Between President and Vice President of zilla parishad) ৷

Jalpaiguri Zilla Parishad
সভাধিপতির সঙ্গে সহকারী সভাধিপতির দ্বন্দ প্রকাশ্যে

By

Published : Nov 11, 2022, 8:49 AM IST

Updated : Nov 11, 2022, 9:26 AM IST

জলপাইগুড়ি, 11 নভেম্বর: সভাধিপতি অফিসে আছেন । তবু সহকারী সভাধিপতি বিরোধী দলের স্মারকলিপি গ্রহণ করছেন । সভাধিপতিকে না জানিয়েই প্রশাসনিক কাজ 'একতরফাভাবে' করছেন সহকারি সভাধিপতি । এভাবেই কংগ্রেসের স্মারকলিপি জমা দেওয়া নিয়ে জলপাইগুড়ি জেলা পরিষদের (Jalpaiguri Zilla Parishad) সভাধিপতি ও সহ সভাধিপতির মধ্যে দ্বন্দ্ব প্রকাশ্যে (Conflict Between President and Vice President of zilla parishad) । অভিযোগ, জেলা পরিষদে সভাধিপতি উত্তরা বর্মণ উপস্থিত থাকাকালীন বৃহস্পতিবার সহ সভাধিপতি দুলাল দেবনাথ কংগ্রেসের স্মারকলিপি জমা নেন । আর এই বিষয়টি নিয়েই সভাধিপতি ও সহ সভাধিপতির মধ্যে মতবিরোধ প্রকাশ্যে আসে । এদিন জেলা পরিষদের একাধিক বিষয় নিয়ে জেলা কংগ্রেস সভাপতি পিনাকি সেনগুপ্ত জেলা পরিষদে স্বারকলিপি দিতে আসেন ।

সভাধিপতির উত্তরা বর্মনের অভিযোগ, "সহকারী সভাধিপতির দুলাল দেবনাথ আমাকে না জানিয়ে স্মারকলিপি নিচ্ছেন ৷ আমাকে কিছুই জানাচ্ছেন না । আমি অফিসে থাকা সত্ত্বেও তিনি আমাকে গুরুত্ব দিচ্ছেন না । অসাংবিধানিক কাজ করছেন তিনি । আজকের কংগ্রেসের স্মারকলিপি দেওয়ার বিষয়ে আমি কিছুই জানি না । আমার দফতরের আধিকারিকও কিছু জানতেন না । স্মারকলিপি জমা নেওয়ার ক্ষেত্রে আমার অফিস জানবে । আমার অফিসে কোনও চিঠি আসেনি । সহকারীর ঘরে কংগ্রেসের লোকেরা এসেছে । আমাকে বিভ্রান্ত করা হয়েছে । সহকারী সভাধিপতি নিয়ম মানছেন না ।"

সভাধিপতির সঙ্গে সহকারী সভাধিপতির দ্বন্দ প্রকাশ্যে

আরও পড়ুন:স্থায়ী চাকরি চাই, হোমগার্ডের চাকরি ফেরত হড়পা বানে নিহতের ভাইয়ের

এদিকে এ প্রসঙ্গে সহ সভাধিপতি দুলাল দেবনাথ বলেন, "সভাধিপতির সঙ্গে কোনও বিরোধ নেই । কোনও নিয়মভঙ্গ হয়নি । আমি ওনার সঙ্গে কথা বলে নেব ।" এদিকে স্মারকলিপি জমা দিতে আসা কংগ্রেসের জেলা সভাপতি পিনাকী সেনগুপ্ত বলেন,"বিষয়টি ওঁদের নিজস্ব । এ ব্যাপারে আমার কিছু বলার নেই । আমরা যথাযথ নিয়ম মেনে স্মারকলিপি জমা দিয়েছি ।"

Last Updated : Nov 11, 2022, 9:26 AM IST

ABOUT THE AUTHOR

...view details