পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Jalpaiguri Law College : জলপাইগুড়ি ল কলেজে এআইডিএসও ও টিএমসিপির দ্বন্দ্ব

গণস্বাক্ষর ও লিফলেট বিলি নিয়ে এআইডিএসওর সঙ্গে ঝামেলায় জড়াল তৃণমূল ছাত্র পরিষদ ৷ এআইডিএসওর মহিলা কর্মীদের মারধর ও ফোন কেড়ে নেওয়া হয় বলে অভিযোগ (Jalpaiguri Law College) ৷

Jalpaiguri Law College
বিবাদে জড়াল এআইডিএসও ও টিএমসিপি

By

Published : May 26, 2022, 10:17 PM IST

জলপাইগুড়ি, 26 মে : জাতীয় শিক্ষানীতি বাতিলের দাবি নিয়ে গণস্বাক্ষর ও লিফলেট বিলি করাকে কেন্দ্র করে এআইডিএসওর (অল ইন্ডিয়া ডেমোক্র্যাটিক স্টুডেন্ট অর্গানাইজেশন) মহিলা কর্মীদের সঙ্গে তৃণমূল ছাত্র পরিষদের হাতাহাতির অভিযোগ উঠল (Conflict between AIDSO and TMCP in Jalpaiguri Law College)। এই ঘটনাকে কেন্দ্র করে জলপাইগুড়ি ল কলেজ চত্বরে উত্তেজনা ছড়ায় । পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে আসে কোতোয়ালি থানার পুলিশ ৷

এই বিষয়ে এআইডিএসও কর্মী ডলি সরকারের অভিযোগ, জাতীয় শিক্ষানীতি নিয়ে সব জায়গায় প্রচার চলছে । এদিন ল কলেজের সামনে প্রচার ও লিফলেট বিলি করা হচ্ছিল । সেই সময় কলেজের তৃণমূলের কিছু ছাত্র বাধা দেয় ও কলেজের সামনে থেকে সরে যেতে বলে । আমরা বলেছিলাম আমরা কলেজের বাইরে রাস্তায় আমাদের কর্মসূচি পালন করছি । তারপর তৃণমূল ছাত্র পরিষদের কর্মীরা আমাদের মারধর করে মোবাইল ছিনিয়ে পালিয়ে যায় । ঘটনায় প্রতিবাদ করলে আবার অন্য পড়ুয়ারা এক জোট হয়ে আক্রমণ করে ।

জলপাইগুড়ি ল কলেজে বিবাদে জড়াল এআইডিএসও ও টিএমসিপি

যদিও সব বিষয়ের অভিযোগ উড়িয়ে কলেজের তৃণমূলের ছাত্র পরিষদ ইউনিটের সদস্য সৌরভ মল্লিক বলেন, "কলেজে ভিতরে বহিরাগতরা প্রবেশ করে রাজনৈতিক প্রচার করা হচ্ছিল । এই কারণে তাঁদের বাইরে চলে যেতে বলা হয় । কেউ মারধর করেনি মেয়েদের ৷ মিথ্যে অভিযোগ করা হচ্ছে ।"

আরও পড়ুন :Low Quality Rice Distribute : শিক্ষাকেন্দ্রে নিম্নমানের খাদ্য বন্টনের অভিযোগ, চালে কিলবিল করছে পোকা

ABOUT THE AUTHOR

...view details