জলপাইগুড়ি, 26 মে : জাতীয় শিক্ষানীতি বাতিলের দাবি নিয়ে গণস্বাক্ষর ও লিফলেট বিলি করাকে কেন্দ্র করে এআইডিএসওর (অল ইন্ডিয়া ডেমোক্র্যাটিক স্টুডেন্ট অর্গানাইজেশন) মহিলা কর্মীদের সঙ্গে তৃণমূল ছাত্র পরিষদের হাতাহাতির অভিযোগ উঠল (Conflict between AIDSO and TMCP in Jalpaiguri Law College)। এই ঘটনাকে কেন্দ্র করে জলপাইগুড়ি ল কলেজ চত্বরে উত্তেজনা ছড়ায় । পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে আসে কোতোয়ালি থানার পুলিশ ৷
এই বিষয়ে এআইডিএসও কর্মী ডলি সরকারের অভিযোগ, জাতীয় শিক্ষানীতি নিয়ে সব জায়গায় প্রচার চলছে । এদিন ল কলেজের সামনে প্রচার ও লিফলেট বিলি করা হচ্ছিল । সেই সময় কলেজের তৃণমূলের কিছু ছাত্র বাধা দেয় ও কলেজের সামনে থেকে সরে যেতে বলে । আমরা বলেছিলাম আমরা কলেজের বাইরে রাস্তায় আমাদের কর্মসূচি পালন করছি । তারপর তৃণমূল ছাত্র পরিষদের কর্মীরা আমাদের মারধর করে মোবাইল ছিনিয়ে পালিয়ে যায় । ঘটনায় প্রতিবাদ করলে আবার অন্য পড়ুয়ারা এক জোট হয়ে আক্রমণ করে ।