জলপাইগুড়ি, 14 মে : উত্তরের পর্যটন শিল্পে এবার ইন্ডাস্ট্রিয়াল ট্যুরিজম চালু করার উদ্যোগ নিল কনফেডারেশন অব ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি । উত্তরবঙ্গের বৃহৎ শিল্প বলতে একমাত্র চা আর পর্যটন শিল্প । বর্তমানে এগুলি ছাড়াও বেশ কিছু শিল্প গড়ে উঠেছে । শিল্পপতিরা চাইছেন, উত্তরে চা পর্যটনের পাশাপাশি ইন্ডাস্ট্রি ট্যুরিজমও চালু করতে । এতে সাধুবাদ জানিয়েছেন পর্যটন ব্যবসায়ীরাও (Industry Tourism in North Bengal)।
এদিন কনফেডারেশন অব ইন্ডিয়ান ইন্ডাস্ট্রির পক্ষ থেকে মোহিতনগরে গড়ে ওঠা উত্তরবঙ্গের বৃহৎ শিল্প স্টার সিমেন্ট ফ্যাক্টরির কার্যকলাপ শিল্পপতিদের এনে দেখানো হয় । কীভাবে এখানকার নিরাপত্তা ও পরিবেশ ভাল রাখা যায়, তা নিয়েও আলোচনা করা হয় । পাশাপাশি কীভাবে এমন শিল্পস্থাপন সম্ভব তা নিয়ে সিআইআই-য়ের তরফ থেকে প্রেজেন্টেশনও দেওয়া হয় ৷ উত্তরবঙ্গের 48 জন শিল্পপতি এদিন এসেছিলেন ।