জলপাইগুড়ি, 5 এপ্রিল : প্রেমিক বিবাহিত জানতে পরেই আত্মঘাতী হলেন জলপাইগুড়ির এক কলেজ ছাত্রী (Jalpaiguri News) ৷ জলপাইগুড়ি প্রসন্নদেব মহিলা বিদ্যালয়ের দ্বিতীয় বর্ষের ছাত্রীর অস্বাভাবিক মৃত্যুতে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় । মৃত ছাত্রীর নাম রিঙ্কি রায় (22) ৷ যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত প্রেমিক কুমার রায় ।
জলপাইগুড়ি শহর সংলগ্ন ব্রম্ভতল পাড়ার বাসিন্দা রিঙ্কি রায়ের সঙ্গে বাতাবাড়ির কুমার রায়ের সম্পর্ক গড়ে ওঠে । রিঙ্কিকে বিয়ের প্রলোভনও দেওয়া হয় বলে অভিযোগ । সম্প্রতি রিঙ্কি জানতে পারে কুমার বিবাহিত এবং তার সন্তানও রয়েছে (College Girl Died by Suicide after Knowing Lover is Married) ৷ এতেই ক্ষোভে ফেটে পড়েন তিনি ৷
রিঙ্কির পরিবারের অভিযোগ, এই ঘটনার পরেও তাঁদের মেয়েকে নানাভাবে উত্যক্ত করত কুমার ৷ যার জেরে তাঁর সঙ্গে বচসায় জড়িয়ে পড়ে রিঙ্কি । এরপর 30 মার্চ রিঙ্কি বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন ৷ সেদিন থেকে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর তাঁকে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হলে সোমবার সেখানে তাঁর মৃত্যু হয় ৷