পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

College Girl Died by Suicide in Jalpaiguri : প্রেমিক বিবাহিত জানতে পেরে আত্মঘাতী কলেজ ছাত্রী - জলপাইগুড়িতে কলেজ ছাত্রীর মৃত্যু

বিবাহিত প্রেমিক ৷ রয়েছে সন্তানও ৷ এই কথা জানতে পেরে আত্মঘাতী জলপাইগুড়ির এক কলেজ ছাত্রী (College Girl Died by Suicide in Jalpaiguri) ৷ যদিও সব অভিযোগ অস্বীকার করেছে অভিযুক্ত ৷

died by suicide in jalpaiguri
জলপাইগুড়িতে আত্মঘাতী কলেজ ছাত্রী

By

Published : Apr 5, 2022, 6:43 PM IST

জলপাইগুড়ি, 5 এপ্রিল : প্রেমিক বিবাহিত জানতে পরেই আত্মঘাতী হলেন জলপাইগুড়ির এক কলেজ ছাত্রী (Jalpaiguri News) ৷ জলপাইগুড়ি প্রসন্নদেব মহিলা বিদ্যালয়ের দ্বিতীয় বর্ষের ছাত্রীর অস্বাভাবিক মৃত্যুতে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় । মৃত ছাত্রীর নাম রিঙ্কি রায় (22) ৷ যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত প্রেমিক কুমার রায় ।

জলপাইগুড়ি শহর সংলগ্ন ব্রম্ভতল পাড়ার বাসিন্দা রিঙ্কি রায়ের সঙ্গে বাতাবাড়ির কুমার রায়ের সম্পর্ক গড়ে ওঠে । রিঙ্কিকে বিয়ের প্রলোভনও দেওয়া হয় বলে অভিযোগ । সম্প্রতি রিঙ্কি জানতে পারে কুমার বিবাহিত এবং তার সন্তানও রয়েছে (College Girl Died by Suicide after Knowing Lover is Married) ৷ এতেই ক্ষোভে ফেটে পড়েন তিনি ৷

রিঙ্কির পরিবারের অভিযোগ, এই ঘটনার পরেও তাঁদের মেয়েকে নানাভাবে উত্যক্ত করত কুমার ৷ যার জেরে তাঁর সঙ্গে বচসায় জড়িয়ে পড়ে রিঙ্কি । এরপর 30 মার্চ রিঙ্কি বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন ৷ সেদিন থেকে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর তাঁকে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হলে সোমবার সেখানে তাঁর মৃত্যু হয় ৷

আরও পড়ুন :Two Teenage Girl Died by Suicide : "আমি ওকে ছাড়া থাকতে পারব না", নোট লিখে বান্ধবীর সঙ্গে একই শাড়িতে ঝুলল কিশোরী

এই ঘটনার পর মেয়েকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে রিঙ্কির বাবা ঝন্টু রায় কোতোয়ালি থানায় কুমারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন । রিঙ্কির মোবাইল থেকে দু'জনের বেশ কিছু ছবি পাওয়া গিয়েছে ৷

যদিও সব অভিযোগ অস্বীকার করে কুমার বলেন, "আর পাঁচটা বন্ধুর মতই রিঙ্কিও আমার বান্ধবী ছিল । তার সঙ্গে আমি বন্ধু হিসেবেই অনেক জায়গায় ঘুরতে গিয়েছি, বিভিন্ন রেস্টুরেন্টে খেতেও গিয়েছি । কিন্তু আমাদের মধ্যে ভালবাসার কোনও সম্পর্ক ছিল না । রিঙ্কির আত্মহত্যার জন্য আমি দায়ী এই অভিযোগ ঠিক নয় । আমার একটা সংসার আছে । আমি বিবাহিত । আমার সন্তান রয়েছে ৷ আমি কেন একটা মেয়েকে ভালবাসতে যাব ।"
অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ৷

আরও পড়ুন :Woman sexually abused : পুরুষ সঙ্গীকে নিয়ে স্ত্রীকে যৌন নির্যাতন উভকামী শিক্ষকের ! ধৃত প্রেমিক

ABOUT THE AUTHOR

...view details