জলপাইগুড়ি, 26 এপ্রিল: ময়নাগুড়ির বিজেপি বিধায়কের বিরুদ্ধে ঋণ খেলাপের অভিযোগ ৷ সমবায় ব্যাংক থেকে নেওয়া ঋণ নিয়ে তা শোধ না করার অভিযোগ উঠেছে বিধায়ক কৌশিক রায়ের বিরুদ্ধে ৷ এ নিয়ে একটি নোটিশ দিয়েছে দেওয়া হয়েছে ৷ ময়নাগুড়ির হুসলুডাঙা ভাঙামালি এলাকার চুকানীপাড়া সমবায় কৃষি উন্নয়ন সমিতির তরফে একথা জানানো হয়েছে ৷ অভিযোগ, একবারও সেই ঋণের কিস্তি জমা দেননি তিনি ৷ এ নিয়ে বিধায়ককে প্রশ্ন করা হলে তিনি জানান, কবে ঋণ নিয়েছেন তাঁর মনে নেই ৷ যদিও, ব্যাংক কর্তৃপক্ষের দাবি বিধায়ক কলকাতা থেকে ফিরে তাদের সঙ্গে যোগাযোগ করবেন ৷
জানা গিয়েছে, ময়নাগুড়ির হুসলুডাঙা ভাঙামালি এলাকার চুকানীপাড়া সমবায় ব্যাংক থেকে প্রথমে একবার ঋণ নিয়েছিলেন কৌশিক রায় ৷ সেই ঋণ শোধ করে দেন তিনি ৷ এর পর 2010 সালে ফের 23 হাজার টাকা ঋণ নিয়েছিলেন বিধায়ক কৌশিক রায় ৷ কিন্তু, অভিযোগ সেই ঋণের একটি কিস্তিও শোধ করেননি তিনি ৷ একাধিকবার তাঁকে ঋণের টাকা শোধ করার জন্য নোটিশ পাঠানো হয় ৷ অভিযোগ সেই নোটিশের কোনও জবাব দেননি তিনি ৷ সম্প্রতি সমবায় ব্যাংকের উচ্চপদস্থ আধিকারিকরা ময়নাগুড়ির ওই ব্রাঞ্চে যান ৷ সেখানে যে সব ঋণ খেলাপিরা রয়েছেন, তাঁদের নামের তালিকা তৈরি করতে বলা হয় ৷
ব্যাংক কর্তৃপক্ষ যে তালিকা তৈরি করেছে, সেখানে ময়নাগুড়ির বিধায়ক কৌশিক রায়ের নাম রয়েছে ৷ এরপর ব্যাংকের তরফে তাঁকে নোটিশ পাঠানো হয় ৷ বাড়িতে গিয়ে সেই নোটিশ দিয়ে আসা হয়েছে ৷ কিন্তু, সেই সময় বর্তমান বিজেপি বিধায়ক বাড়িতে ছিলেন না তিনি ৷ সমবায় ব্যাংকের ম্যানেজার নিধিরচন্দ্র মণ্ডল জানিয়েছেন, এর আগেও তিনি কৌশিক রায়কে ঋণ মেটানোর কথা জানিয়ে নোটিশ পাঠানো হয়েছিল ৷ তবে, সেই সময় তাঁর ছেলের একটি দুর্ঘটনা ঘটেছিল ৷ এ কথা জানিয়ে বিধায়ক সময় চেয়ে নেন বলে জানিয়েছেন ব্যাংক ম্যানেজার ৷ বর্তমানে কৌশিক রায়ের নেওয়া সেই ঋণের পরিমাণ সুদ ও আসল মিলিয়ে 52 হাজার 475 টাকা হয়েছে ৷
আরও পড়ুন:দেনার দায়ে মেয়েকে তৃণমূল নেতার হাতে তুলে দিল বাবা, নাবালিকাকে গণধর্ষণ
কিন্তু, পরবর্তী সময়ে আর যোগাযোগ করেননি কৌশিক রায় ৷ ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে, কৌশিক রায়ের বাড়িতে ঋণ খেলাপের নোটিশ পাঠানোর পর, তিনি ব্যাংক আধিকারিকদের ফোন করেছিলেন ৷ ময়নাগুড়িতে ফিরে ব্যাংকের সঙ্গে যোগাযোগ করবেন বলে জানিয়েছেন তিনি ৷ কিন্তু, বিজেপি বিধায়ককে ফোন করা হলে, তিনি অন্য কথা বলছেন ৷ তাঁর কথায়, ‘‘আমার মনে নেই কবে, কোথা থেকে ঋণ নিয়েছি ৷ নোটিশ এখনও হাতে পাইনি ৷ নোটিশ পেলে খোঁজ নিয়ে দেখব ৷’’