পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Mamata in Jalpaiguri: ভুটানের জলে বানভাসি হয় জলপাইগুড়ি-আলিপুরদুয়ারের একাংশ, পড়শি দেশের সঙ্গে যৌথ কমিটি গড়ার নির্দেশ মুখ্যমন্ত্রীর - Mamata in Jalpaiguri

ভুটানের জল এসে জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারের নদীগুলি ভরে যায় ৷ তাই জলপাইগুড়ির বৈঠকে ভুটানের সঙ্গে যৌথভাবে কমিটি গড়ার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী ৷

Chief Minister Mamata Banerjee
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

By

Published : Jun 26, 2023, 9:06 PM IST

ভুটানের সঙ্গে যৌথভাবে কমিটি গড়ার নির্দেশ মুখ্যমন্ত্রীর

জলপাইগুড়ি, 26 জুন: ভুটানের জলে বানভাসি হয় পশ্চিমবঙ্গের মানুষ। সমস্যা থেকে রক্ষা পেতে ভুটানের সঙ্গে যৌথভাবে কমিটি গড়ার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার কোচবিহার থেকে মুখ্যমন্ত্রী জলপাইগুড়ি জেলায় চলসার যুব আবাসে আসেন । সেখানে বিপর্যয় মোকাবিলা নিয়ে বৈঠক করেন তিনি। উত্তরবঙ্গের বিপর্যয় মোকাবিলা নিয়ে রিভিউ বৈঠকে সমস্ত জেলার সেচ দফতর-সহ বনবিভাগের আধিকারিকরা উপস্থিত ছিলেন এদিন ।

সোমবার বৈঠকে মুখ্যমন্ত্রী মালবাজারের হড়পাবানের প্রসঙ্গ তুলে ধরেন । যুব আবাসের বৈঠকে মমতা সেচ দফতরের আধিকারিকদের জানান, জলপাইগুড়ি জেলার মাল, ঘিস, চেল নদী রেড এলার্ট জারি করতে । কারণ সরকারি নিষেধাজ্ঞা ছাড়াই বালি-পাথর তোলা হচ্ছে । অবিলম্বে যাতে এই সকল নদী থেকে বালি পাথর তোলা বন্ধ করার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী । বর্ষাতেই বালি পাথর তোলা বন্ধ করতে কড়া নির্দেশ দেওয়া হয়েছে বনবিভাগ, পুলিশ ও সেচ দফতর আধিকারিকদের ।

আরও পড়ুন:সীমান্তে যারা গুলি চালাবে তাদের বিরুদ্ধেও এফআইআর হবে, নিশীথকে ঠুকে আক্রমণ মমতার

প্রসঙ্গত, বর্ষায় প্রতিবেশী দেশ ভুটানের জলে প্রতিবছর জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারের নদীগুলিতে জল ভরে বাংলার বেশ কিছু এলাকা ভেসে যায় । তাই সচিব পর্যায়ে কমিটি গড়ার জন্য বিপর্যয় মোকাবিলা দফতরের প্রিন্সিপাল সেক্রেটারিকে এদিন নির্দেশ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় । অন্যদিকে আত্রেয়ী নদীর অপর বাংলাদেশ ড্যাম তৈরি করছে ৷ তা নিয়ে বাংলাদেশের সঙ্গেও কথা বলার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী ।

মমতা বলেন, "প্রতিবছর হড়পাবানে মানুষ সমস্যায় পরে । ভুটান থেকে জল এসে এখানে নদী ভরে যায় । সেটা নিয়ে আমরা যৌথ কমিটি করার কথা বলেছি । বাংলাদেশের সঙ্গে কথা বলতে বলছি । ব্রহ্মপুত্র রিভার কমিশন নতুন বিল আনতে চলেছে তাতে করে আমাদের অথরিটি কেড়ে নেবে । নর্থইস্টার্ন নিয়ে যাবে । পয়সার কোন উল্লেখ নেই । আমরা ওই বিলটার বিরোধিতা করছি ।"

আরও পড়ুন:টাকা নষ্ট করে মোদিবাবু আমেরিকায় নেতা হতে গিয়েছেন, কটাক্ষ মমতার

ঘাটাল মাস্টার প্ল্যান ও ফরাক্কা ব্যারেজ, মুর্শিদাবাদ-মালদা বাঁধ আমাদের করে দিতে হবে বলে জানান মুখ্যমন্ত্রী । আত্রেয়ী নদীর বাঁধের ফলে জল পাচ্ছে না বালুরঘাটের মানুষ ৷ ঘটনায় এদিন আক্ষেপ করেন মমতা বন্দ্যোপাধ্যায় । আত্রেয়ী নদীর উপর টায়ার বাঁধ বানানো নিয়ে বাংলাদেশের সঙ্গে কথা বলার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী ।

ABOUT THE AUTHOR

...view details