জলপাইগুড়ি, 15 নভেম্বর: ডাক্তার পরিচয় দিয়ে দিব্যি চিকিৎসা চালাচ্ছিলেন জঙ্গীপুরের যুবক । আইকার্ডের নাম ঠিকানা দেখে ওই চিকিৎসকের খোঁজ নিতেই বেরিয়ে এলে আসল তথ্য ৷ জানা গিয়েছে, তিনি ক্লাস টু-পাশ ৷ জীবনে কোনওদিন ডাক্তারিই পড়েননি । আর এই ভুয়ো ডাক্তারকে (Fake Doctor) কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল এলাকায়।
আয়ুর্বেদিক চিকিৎসক সেজেছিলেন মুর্শিদাবাদ জেলার বাসিন্দা রংবাজ শেখ । তিনি করছিলেন বিশেষভাবে সক্ষম রোগীদের চিকিৎসা । স্থানীয়দের সচেতনতায় ফাঁস হল তাঁর ভুয়ো ডাক্তারি বিদ্যা ।
জলপাইগুড়ি জেলার বানারহাট ব্লকের গয়েরকাটার সুভাষ পল্লির বাসিন্দা বিশ্বজিৎ রায়ের বছর 6-এর ছেলে ঋষি বিশেষভাবে সক্ষম। অনেক চিকিৎসা করিয়েও তাঁর সন্তানকে সুস্থ করতে পারে বিশ্বজিৎ। বিষয়টি জানতে পারে রংবাজ শেখ । সম্প্রতি বিশ্বজিতের বাড়িতে আয়ুর্বেদিক ডাক্তার সেজে চলে আসেন তিনি । এরপর তাঁর বাচ্চাটি ভালোভাবে পরীক্ষা করে তাকে ওষুধ দেন রংবাজ । যেই ওষুধগুলির জন্য তিনি 28,000 টাকা দাবি করেন বলে অভিযোগ ।