জলপাইগুড়ি, 29 এপ্রিল : ডুয়ার্সের মালবাজারের বেআইনি বালি-পাথর কারবারীদের সঙ্গে পুলিশের খণ্ডযুদ্ধ (Clash Between Police And Workers)। বেআইনি কাজ বন্ধ করতে এসে আক্রান্ত হলেন বেশ কয়েকজন পুলিশকর্মী। ভাঙা হয় পুলিশের গাড়ি।
শুক্রবার পুলিশের কাছে খবর আসে মাল মহাকুমার ঘিশ নদী থেকে অবৈধভাবে বালি পাথর তোলা হচ্ছে। খবর পেয়ে পুলিশের একটি দল সেই এলাকায় যায় এবং বেআইনি কাজ বন্ধ করতে বলা হয়। জেলা পুলিশ সূত্রে খবর, ঘটনাস্থলে যাওয়া মাত্রই তাঁদের ওপর হামলা করে অবৈধ কারবারীরা। পাথর ছোড়া হয় পুলিশকে লক্ষ্য করে। বেশ কয়েকজন পুলিশকর্মী আহত হয়েছেন এবং পুলিশের গাড়িও ভাঙচুর করা হয় বলে জানা গিয়েছে ৷ এরপর ঘটনাস্থলে যায় বিশাল পুলিশবাহিনী।