জলপাইগুড়ি, 8 জুলাই:বুথে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে ডিউটি করছেন সিভিক ভলান্টিয়ার । ভোটগ্রহণ কেন্দ্রে সিভিক ভলান্টিয়ারদের ডিউটি করানোর অভিযোগ উঠল । জলপাইগুড়ি সদর ব্লকের বজরাপাড়া ডেঙ্গুয়াঝার বুথে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে সিভিক ভলান্টিয়ারকেও ডিউটি করার অভিযোগ করেছে বিরোধীরা । যদিও সিভিক ভলান্টিয়ারের দাবি তিনি লাইন ঠিক করার জন্য দাঁড়িয়েছিলেন । হঠাৎ বৃষ্টি শুরু হয়ে যাওয়ায় বুথের ভিতরে চলে গিয়েছিলেন ।
শুধু এই বুথই নয় এলাকার একাধিক বুথে একইরকম দৃশ্য দেখা গিয়েছে । জলপাইগুড়ি বাহাদুর গ্রামপঞ্চায়েতের বাহাদুর গেদিপাড়া বুথেও সিভিক ভলান্টিয়ার নিয়োগ করা করা হয়েছে বলে অভিযোগ করেছেন বিরোধীরা । এই প্রসঙ্গেই বজরাপাড়া ডেঙ্গুয়াঝার বুথের সিপিএম প্রার্থী মনোজ রায়ের অভিযোগ, নির্বাচনের সময় বুথে সিভিক ভলান্টিয়ার নিয়োগ করা যাবে না বলে আদালত নির্দেশ দিয়েছিল । তা সত্ত্বেও বজরাপাড়া ডাঙ্গাপাড়া বুথের বারান্দায় ছিলেন ওই সিভিক কর্মী ।