জলপাইগুড়ি, 7 মার্চ : জলপাইগুড়ির রানিনগর জাতীয় সড়কের কাছে ট্রাকের ধাক্কায় মৃত্যু হয় বেলাকোবার বাসিন্দা সিভিক ভলান্টিয়ার উজ্জ্বল রায়ের । শুক্রবার রাতে ২৭ নম্বর জাতীয় সড়কে ডিউটি করার সময় কয়লা বোঝাই এক ট্রাক ধাক্কা মারলে ঘটনাস্থানেই তাঁর মৃত্যু হয় । এক বছর আগেই বিয়ে করেছিলেন উজ্জ্বল ।
ট্রাকের ধাক্কায় মৃত্যু সিভিক ভলান্টিয়ারের, চোখের জলে বিদায় সহকর্মীদের - সিভিক ভলেন্টিয়ার
জলপাইগুড়ির রানিনগর জাতীয় সড়কের কাছে ট্রাকের ধাক্কায় মৃত্যু হয় বেলাকোবার বাসিন্দা সিভিক ভলান্টিয়ার উজ্জ্বল রায়ের ।
আজ চোখের জলে উজ্জ্বলকে বিদায় জানালেন পুলিশকর্মীরা । জলপাইগুড়ির অতিরিক্ত পুলিশ সুপার শ্রীকান্ত জগন্নাথারাও ইলওয়াড জানান, গতকাল জাতীয় সড়কে যানজট নিয়ন্ত্রণ করতে গিয়ে ট্রাক ধাক্কা মারে ওই সিভিক ভলান্টিয়ারকে । ধাক্কা মেরে পালিয়ে যায় ঘাতক ট্রাক । সেই সময় কর্মরত অন্য সিভিক ভলান্টিয়াররা তাঁকে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসেন । চিকিৎসকরা তাঁকে সেখানে মৃত বলে ঘোষণা করেন । এরপর পুলিশ ঘাতক গাড়িটিকে আটক করে ।
আজ সিভিক ভলান্টিয়ারের মৃতদেহ থানায় নিয়ে আসা হলে সহকর্মীরা কান্নায় ভেঙে পড়েন । তাঁকে শেষ শ্রদ্ধা জানান অতিরিক্ত পুলিশ সুপার শ্রীকান্ত জগন্নাথারাও ইলওয়াড , DSP হেডকোয়ার্টার প্রদীপ সরকার সহ অন্যরা। পুলিশের পদস্থ আধিকারিকরাও মৃতদেহে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা জানান ।