পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

মার্চ থেকে সার্কিট বেঞ্চের কাজ শুরু হতে পারে : গৌতম দেব - high court

মার্চের প্রথমে জলপাইগুড়ির সার্কিট বেঞ্চের কার্যকারিতা শুরু হতে পারে। সার্কিট বেঞ্চ পরিদর্শন করার পর জানালেন পর্যটনমন্ত্রী গৌতম দেব।

সার্কিট বেঞ্চ

By

Published : Feb 14, 2019, 6:30 AM IST

জলপাইগুড়ি, ১৪ ফেব্রুয়ারি : চলতি বছরের মার্চের প্রথম দিকে জলপাইগুড়ির সার্কিট বেঞ্চের কার্যকারিতা শুরু হতে পারে। গতকাল সার্কিট বেঞ্চ পরিদর্শন করার পর জানালেন পর্যটনমন্ত্রী গৌতম দেব। এবিষয়ে একটি রিপোর্ট আজ আইনমন্ত্রীর হাতে তুল দেবেন তিনি।

৮ ফেব্রুয়ারি, রাজ্য সফরে এসে জলপাইগুড়ির সার্কিট বেঞ্চের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুরু হয় বিতর্ক। সার্কিট বেঞ্চের উদ্বোধন রাজ্য ও হাইকোর্টকে সম্পূর্ণ অন্ধকারে রেখে উদ্বোধন করা হয়েছে, এমনই অভিযোগ তোলে শাসকদল তৃণমূল কংগ্রেস। প্রধানমন্ত্রীর প্রতি ক্ষোভ উগরে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, "সস্তার রাজনীতি করছেন মোদি। কোনও কাজ কেন্দ্রীয় সরকার করেনি। সামনে নির্বাচন। তাই বিভিন্ন রাজ্যের তরফে যে কাজ করা হয়েছে, সেগুলোকে নিজের নাম দিয়ে চালানোর চেষ্টা করছেন মোদি।"

এদিকে উদ্বোধনের কয়েকদিন পেরিয়ে গেলেও এখনও কাজ শুরু হয়নি সার্কিট বেঞ্চে। গতকাল সার্কিট বেঞ্চ পরিদর্শন করে সমস্ত কিছু খতিয়ে দেখেন পর্যটনমন্ত্রী গৌতম দেব। সঙ্গে ছিলেন জেলা প্রশাসনের আধিকারিকরা। সার্টি বেঞ্চের অস্থায়ী কাজ দ্রুত শেষ করার নির্দেশ দেন মন্ত্রী।

গৌতম দেব বলেন, "উদ্বোধনের সময় হাইকোর্টের বিচারপতি সহ বিভিন্ন উচ্চপদস্থ আধিকারিকরা থাকবেন। আইনমন্ত্রীর সঙ্গে এবিষয়ে আলোচনা করব।"

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details