জলপাইগুড়ি, ১৪ ফেব্রুয়ারি : চলতি বছরের মার্চের প্রথম দিকে জলপাইগুড়ির সার্কিট বেঞ্চের কার্যকারিতা শুরু হতে পারে। গতকাল সার্কিট বেঞ্চ পরিদর্শন করার পর জানালেন পর্যটনমন্ত্রী গৌতম দেব। এবিষয়ে একটি রিপোর্ট আজ আইনমন্ত্রীর হাতে তুল দেবেন তিনি।
৮ ফেব্রুয়ারি, রাজ্য সফরে এসে জলপাইগুড়ির সার্কিট বেঞ্চের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুরু হয় বিতর্ক। সার্কিট বেঞ্চের উদ্বোধন রাজ্য ও হাইকোর্টকে সম্পূর্ণ অন্ধকারে রেখে উদ্বোধন করা হয়েছে, এমনই অভিযোগ তোলে শাসকদল তৃণমূল কংগ্রেস। প্রধানমন্ত্রীর প্রতি ক্ষোভ উগরে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, "সস্তার রাজনীতি করছেন মোদি। কোনও কাজ কেন্দ্রীয় সরকার করেনি। সামনে নির্বাচন। তাই বিভিন্ন রাজ্যের তরফে যে কাজ করা হয়েছে, সেগুলোকে নিজের নাম দিয়ে চালানোর চেষ্টা করছেন মোদি।"