জলপাইগুড়ি, ১১ মার্চ : জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের পথ চলা শুরু হল আজ। সার্কিট বেঞ্চের কার্যকারিতা শুরুর প্রথম দিনেই সিভিল মামলা করলেন আইনজীবী পার্থ চৌধুরি। ক্রিমিনাল মামলা করলেন আইনজীবী প্রসেনজিৎ দে।
উল্লেখ্য, ১৯৬৩ সালে জলপাইগুড়িতে সার্কিট বেঞ্চের দাবিতে প্রথম আন্দোলন শুরু হয়েছিল। কার্যকারীতা শুরুর প্রথমদিন সার্কিট বেঞ্চের ১ নম্বর কোর্ট রুমে বসেছিলেন কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি বিশ্বনাথ সমাদ্দার।
আইনজীবী পার্থ চৌধুরি বলেন, "আমার চেম্বার থেকে দুটি ক্যাভিয়েট ফাইল হয়েছে। জলপাইগুড়ির হাকিমপাড়ার বাসিন্দা শিপ্রা চক্রবর্তীর বাড়ি তাঁর দেওর বিশ্বজিৎ চক্রবর্তী দখল করেছিলেন। আমরা সেই মামলা প্রথমে লোয়ার কোর্টে হেরে গেছিলাম। পরে জেলা জজ কোর্টে জিতেছি। আমার বিপক্ষ যাতে সেই মামলায় স্টে অর্ডার না পায়, তাই ক্যাভিয়েট ফাইল করলাম আজ। দ্বিতীয় মামলাটিও আমার চেম্বার থেকেই ফাইল হয়েছে। আইনজীবী দেবারতি ভৌমিক ফাইল করেছেন। এই মামলাটি ময়নাগুড়ির। মামলাটিতে জিতেছেন নারায়ণ মণ্ডল। নারায়ণ মণ্ডলের বাড়ির পাশে একটি জমি বিক্রি হয়েছিল তাঁকে না জানিয়ে। জেলা সিভিল জজ জুনিয়র ডিভিশনে মামলা করে আমরা জিতেছিলাম। সেক্ষেত্রেও কোনও এক্স পার্টি যাতে স্টে না নিতে পারে তার জন্য ক্যাভিয়েট দাখিল করা হয়েছে।"
তিনি আরও বলেন, "আজ আমরা খুবই খুশি। খুব ভালো অভিজ্ঞতা। আগে মামলা করতে কলকাতা যেতে হত। এখন জলপাইগুড়িতেই মামলা করতে পারব।"