জলপাইগুড়ি, 29 মার্চ: ভুয়ো বিল বানিয়ে পৌরসভার টাকা আত্মসাতের অভিযোগ । জলপাইগুড়ি পৌরসভার পেনশন দুর্নীতির অভিযোগের তদন্তে নামছে সিআইডি (Pension Scam at Jalpaiguri Municipality)। ইতিমধ্যেই সিআইডির হাতে তদন্তভার দেওয়া হয়েছে (CID Investigate Pension Corruption of Jalpaiguri Municipality)। জলপাইগুড়ি পৌরসভার পেনশন বিলিতে কোটি টাকা অনিয়মের অভিযোগ ওঠার পরই পৌরসভার পক্ষ থেকে কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের করা হয় ।
অভিযোগে বলা হয়, ভুয়ো অ্যাকাউন্ট খুলে পেনশনের টাকা সরিয়ে তা আত্মসাৎ করেন এক কর্মী । সম্প্রতি তিনি অবসর গ্রহণ করেছেন । সেই কর্মী বর্তমানে জেল হেফাজতে রয়েছে । অভিযোগ ছিল, পৌরসভার পাহাড় প্রমাণ দুর্নীতির সঙ্গে পৌরসভারই বড় বড় মাথারা জড়িত । পেনশন দুর্নীতির মামলায় জামিনের আবেদন কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে হয়েছে । সার্কিট বেঞ্চের সরকারি আইনজীবীর দাবি, ভুয়ো পেনশন বিলে তৃণমূলের বর্তমান চেয়ারপার্সন পাপিয়া পাল এবং প্রাক্তন চেয়ারম্যান মোহন বসুরও সই ছিল । আর্থিক দুর্নীতিতে ধৃত পৌরসভার কর্মী অরিঞ্জিৎ ঘোষের পুলিশকে দেওয়া বয়ানকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় জলপাইগুড়িতে ।