পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

একরাতেই লঙ্কার দর কমল ২০ টাকা, অবরোধ চাষিদের - falakata

ধুপগুড়িতে কাঁচালঙ্কার ন্যায্য মূল্যের দাবিতে প্রায় ২ ঘণ্টা রাস্তা অবরোধ লঙ্কাচাষিদের।

অবরোধ চাষিদের

By

Published : Mar 20, 2019, 2:38 PM IST

Updated : Mar 20, 2019, 3:39 PM IST

ধুপগুড়ি, ২০ মার্চ : কাঁচালঙ্কার ন্যায্য মূল্য না পেয়ে পথ অবোরধ লঙ্কাচাষিদের। আজ সকালে ধুপগুড়ির মায়েরস্থান এলাকায় ফালাকাটা রোড অবরোধ করে তারা। পাইকারি বিক্রেতারা লঙ্কা কিনতে রাজি না হওয়ায় এই অবরোধ বলে জানা গেছে। ২ ঘণ্টা জাতীয় সড়ক অবরুদ্ধ থাকায় সমস্যায় পড়ে নিত্যযাত্রীরা। আটকে থাকে পণ্যবাহী গাড়িও। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থানে এসে তাদের সরানোর চেষ্টা করলেও তারা সরেনি। পরে ধুপগুড়ি ট্র্যাফিক গার্ডের OC সৈকত ভদ্র ঘটনাস্থানে গিয়ে আলোচনার পর তারা অবরোধ তুলতে রাজি হয়। প্রায় ২ ঘণ্টা পর স্বাভাাবিক হয় যান চলাচল।

ভিডিয়োয় শুনে নিন চাষির বক্তব্য

প্রতিদিনের মতো আজ সকালেও সুপারমার্কেটে পাইকারি ক্রেতাদের কাছে লঙ্কা নিয়ে পৌঁছায় চাষিরা। কিন্তু পাইকারিক্রেতারা তখন তাদের জানিয়ে দেয়, বেশি দাম দিয়ে লঙ্কা কিনতে পারবে না। ১০ টাকা কেজি দর হলে তারা নেবে। চাষিদের দাবি, গতকালই লঙ্কার বাজারদর ছিল ৩০ টাকা। রাত পেরোতেই সেই দাম পড়েছে ১০ টাকায়। তাদের কথায়, "লঙ্কার দাম নেই। ন্যায্য মূল্য দেওয়ার কথা বললে পাইকারি ক্রেতারা মাল কিনছে না। অজুহাত দিচ্ছে গাড়ি নেই। আবার বলছে ১০ টাকা কেজি দরে দিলে কিনতে পারবে। এর প্রতিবাদে হয় অবরোধ।"

Last Updated : Mar 20, 2019, 3:39 PM IST

ABOUT THE AUTHOR

...view details