জলপাইগুড়ি, 21 নভেম্বর: 24 ঘণ্টার মধ্যে জলপাইগুড়ি মাদার অ্যান্ড চাইল্ড হাবে (jalpaiguri mother child hub) তিনটি শিশুর মৃত্যুর (Child Death in Jalpaiguri) অভিযোগ উঠল। এই ঘটনার প্রতিবাদে রাস্তায় বসে পথ অবরোধ করে বিক্ষোভ দেখালেন এক মৃত শিশুর বাবা। যদিও ঘটনার বিষয়ে কিছুই জানেন না বলে সাফাই দিয়েছেন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক। শিশু মৃত্যুর প্রতিবাদে মৃত সন্তানকে নিয়ে রাস্তায় বসে পড়েন বাবা।
জলপাইগুড়ি সদর হাসপাতালের সামনে মূল রাস্তায় সন্তানহারা বাবার এমন প্রতিবাদে হতবাক শহরবাসীও। আর যেন এমন ঘটনা না হয় তারই প্রতিবাদ বলে জানান, মৃত শিশুর বাবা বিকাশ রায়। এদিন জলপাইগুড়ি সদর ব্লকের নগর বেরুবাড়ির সরকার পাড়ার বাসিন্দা বিকাশ রায় অভিযোগ করে বলেন, "গতকাল সকালে আমার স্ত্রীকে মাদার অ্যান্ড চাইল্ড হাবে ভর্তি করি। তার কয়েক ঘণ্টা পরেই আমার স্ত্রী মৃত কন্যাসন্তানের জন্ম দিয়েছেন বলে আমাকে জানানো হয়।" তিনি আরও বলেন, "আজ আমার সন্তান মারা গেল ৷ আগামীদিনে যেন আর এমন ঘটনা না ঘটে তাই চাই। আমরা গরিব মানুষ নার্সিংহোমে কী করে যাব।" তাঁর স্ত্রী ভর্তি হওয়ার পর কোনও ডাক্তার দেখেনি বলেও অভিযোগ করেন তিনি। গতকাল থেকে হাসপাতালে এখনও পর্যন্ত 3টি শিশুর মৃত্যু হয়েছে বলে অভিযোগ।