পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

জলপাইগুড়িতে নদীর ধার থেকে উদ্ধার শিশুর মৃতদেহ, গ্রেপ্তার এক মহিলা - শিশুর মৃতদেহ উদ্ধার

শনিবার সকাল থেকেই নিখোঁজ ছিল শিশুটি ৷ রাতে করলা নদীর ধার থেকে তার মৃতদেহ উদ্ধার করেন স্থানীয়রা ।

শিশুর দেহ উদ্ধার ঘিরে বিক্ষোভ

By

Published : Jun 8, 2020, 4:24 AM IST

জলপাইগুড়ি, 8 জুন : জলপাইগুড়িতে নদীর পাড় থেকে উদ্ধার এক শিশুর দেহ ৷ নাম হানিফ মহম্মদ। বয়স আড়াই বছর। এই ঘটনায় এক মহিলাকে গ্রেপ্তার করেছে পুলিশ । এরপরই অভিযুক্তর বাড়িতে হামলা চালান স্থানীয় বাসিন্দারা ।

শনিবার সকাল থেকেই নিখোঁজ ছিল ওই শিশু ৷ রাতে করলা নদীর ধার থেকে তার মৃতদেহ উদ্ধার করেন স্থানীয়রা । শিশুটির পাশে বেশকিছু তন্ত্র সাধনার সরঞ্জাম পাওয়া গেছে বলে সূত্রের খবর । জলপাইগুড়ি সদর ব্লকের পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের ইন্দিরা কলোনির ঘটনা । আফিজা খাতুনকে জিজ্ঞাসাবাদের জন্য গ্রেপ্তার করেছে পুলিশ ৷

বাসিন্দাদের দাবি, প্রতিবেশী এক মহিলা ওই শিশুকে নিয়ে যায়। এরপরই শিশুটিকে খুঁজে পাওয়া যাচ্ছিল না । শনিবার রাতেই জলপাইগুড়ি থানার পুলিশ অভিযুক্ত এক মহিলাকে আটক করে । এরপরই এলাকায় উত্তেজনা ছড়ায় । পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে DSP প্রদীপ সরকার, IC বিশ্বাশ্রয় সরকার পুলিশ নিয়ে সেখানে পৌঁছায়। আর রবিবার ফের অভিযুক্তের বাড়িতে চড়াও হন স্থানীয়রা । ভাঙচুর করা হয় বলে অভিযোগ ।

ABOUT THE AUTHOR

...view details