জলপাইগুড়ি , 14 অক্টোবর : জলপাইগুড়ি জেলার দশটি দুর্গাপুজোর উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় । আজ বিকেল চারটের সময় নবান্ন থেকে ভার্চুয়ালি এই পুজোগুলির উদ্বোধন করেন তিনি ৷ উদ্বোধনে পুজো কমিটির সদস্য থেকে জেলাশাসক অভিষেক কুমার তিওয়ারি, পুলিশ সুপার প্রদীপ কুমার সহ অনেকে উপস্থিত ছিলেন ৷
জলপাইগুড়ি জেলার 10টি পুজোর উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী - Mamata Banerjee inaugurated 10 Durgapuja virtually
জলপাইগুড়ি শহরের পাতকাটা অগ্রণী সংঘ ক্লাব ও পাঠাগার , সমাজপাড়া সর্বজনীন , রায়কতপাড়া স্পোর্টিং অ্যাসোসিয়েশন , রায়কতপাড়া বারোয়ারি ক্লাব ,কদমতলা সর্বজনীন সহ শিলিগুড়ি সংলগ্ন মোট দশটি পুজোর উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ।
![জলপাইগুড়ি জেলার 10টি পুজোর উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী Jalpaiguri](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-04:46:23:1602674183-wb-jal-04-puja-inauguration-7203427-14102020162940-1410f-1602673180-880.jpg)
Jalpaiguri
জলপাইগুড়ি শহরের পাতকাটা অগ্রণী সংঘ ক্লাব ও পাঠাগার , সমাজপাড়া সর্বজনীন , রায়কতপাড়া স্পোর্টিং অ্যাসোসিয়েশন , রায়কতপাড়া বারোয়ারি ক্লাব ,কদমতলা সর্বজনীন সহ শিলিগুড়ি সংলগ্ন মোট দশটি পুজোর উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ।
কদমতলা সর্বজনীন দুর্গাপুজা কমিটির মণ্ডপে উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের আধিকারিকরা । জলপাইগুড়ি কদমতলা পুজো কমিটির সম্পাদক প্রসুন বাগচি বলেন, "এই প্রথম ভার্চুয়ালি মুখ্যমন্ত্রী আমাদের পুজোর উদ্বোধন করলেন। আমরা খুব খুশি ৷"