জলপাইগুড়ি, 30 সেপ্টেম্বর: নিজেদের ডাক্তার পরিচয় দিয়ে জাহির করতেন শান্তনু ও তাঁর স্ত্রী । ছাত্রীদের ইনজেকশন দেওয়া শেখানো, রক্ত কীভাবে নিতে হয় শেখাতেন শান্তনু শর্মা । এমনটাই অভিযোগ প্রতারিত ছাত্রীদের । তাই দিশারী নার্সিং ট্রেনিং সেন্টারের কর্ণধার শান্তনু শর্মা ও তাঁর স্ত্রী অনুস্মিতা শর্মার বিরুদ্ধে জলপাইগুড়ির কোতয়ালি থানায় অভিযোগ দায়ের করলেন প্রতারিত ছাত্রীরা । টাকা নিয়ে ভুয়ো নার্সিং ট্রেনিং সেন্টার চালানোর অভিযোগ দায়ের করে প্রতারিত ছাত্রীরা অভিযোগ করেন ৷
প্রতারিত এক ছাত্রী রুমা বর্মন বলেন, ‘‘আমরা হঠাৎ শুনলাম দিশারী নার্সিং ট্রেনিং সেন্টারটি ভুয়ো । আমরা তো জানতাম শান্তনু শর্মা ডাক্তার । উনি নিজেকে ডাক্তার বলতেন । আমাদের উনি বলতেন ওঁর 18 বছরের অভিজ্ঞতা । আমরা নার্সিং ট্রেনিং সেন্টারের মালিক শান্তনু শর্মার বিরুদ্ধে কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের করলাম । আমরা চাই শাস্তি হোক । আমাদের ট্রেনিং নিয়ে গিয়ে খালি সিরিঞ্জ আমাদের শরীরে ঢুকিয়ে ইনজেকশন পুশ করা শেখাতেন । আমাদের শরীরে সমস্যাও হত । টাকা ফেরতের জন্য শান্তনু শর্মার বাড়িতে গেলে তাঁকে পাওয়া যায়নি । উনি পলাতক ।’’
অভিযোগ, ভুয়ো সার্টিফিকেট দেওয়া হত দিশারী নার্সিং ট্রেনিং সেন্টার থেকে । সেই সার্টিফিকেট দিয়ে কোনও কাজ হত না । অন্য কোনও জায়গায় গিয়ে কেউ কাজও পেতেন না । প্রতারিত ছাত্রীদের পক্ষ থেকে এ দিন প্রতারণার অভিযোগ তুলে কোতয়ালি থানায় লিখিত দেওয়া হয়েছে ।