বানারহাট, 1 অক্টোবর: দুর্গাপুজো উপলক্ষে আয়োজিত মেলা পরিচালনার জন্য কমিটি গঠনকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা বানারহাটে । ব্যবসায়ী সমিতির ভবনে শনিবার বিকেলে বানারহাট মেলা কমিটির সভা চলছিল ৷ সেসময় নতুন কমিটি এবং পুরনো কমিটির মধ্যে গণ্ডগোল বাধে । এর জেরে সভায় হামলার অভিযোগ উঠেছে ।
জানা গিয়েছে, বানারহাটে ফি বছর দুর্গাপুজোর সময় মেলার আয়োজন করা হয় ৷ আর এই মেলা পরিচালনার জন্য প্রতি বছর স্থানীয়ভাবে কমিটিও গঠন করা হয় । তবে অভিযোগ, বিগত বছরের কমিটি তাদের খরচের হিসেব দেয়নি ৷ এছাড়া তারা কোনও সভা না ডেকেই এবারও মেলা পরিচালনা করবে বলে ঠিক করে । এরপরই ঘটনার প্রতিবাদে মেলা পরিচালনার জন্য সমান্তরাল দ্বিতীয় একটি কমিটি গঠিত হয় । এই দ্বিতীয় কমিটির পক্ষ থেকেই এ দিন বৈঠকটি ডাকা হয়েছিল ।
সেই বৈঠক চলাকালীন পুরাতন কমিটির পদাধিকারীরা সভায় ঢুকে হামলা চালায় বলে অভিযোগ । ঘটনাকে কেন্দ্র করে দু'পক্ষের মধ্যে বচসা হাতাহাতিতে পরিণত হয় ৷ এই ঘটনার জেরে বেসরকারি ভবনটি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে । ঘটনায় প্রায় ছ'জন আহত হন বলেও দাবি । খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বানারহাট থানার পুলিশ । ঘটনার পর একে অপরের দিকে অভিযোগের আঙুল তুলছেন দুই মেলা কমিটির সদস্যরা ।