পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Durga Puja Committee Meeting: দুর্গাপুজোর বৈঠক ঘিরে উত্তেজনা বানারহাটে, চলে ভাঙচুর-হাতাহাতি

দুর্গাপুজোর বৈঠক ঘিরে উত্তেজনার সৃষ্টি হল বানারহাটে ৷ বৈঠক চলাকালীন নতুন কমিটি এবং পুরনো কমিটির মধ্যে বাধে বচসা । এর জেরে ভাঙচুরের অভিযোগ । ঘটনার দোষ একে ওপরের ঘারে চাপিয়েছে দুই কমিটি ৷

Durga Puja
দুর্গাপুজোর বৈঠক ঘিরে গণ্ডগোল

By ETV Bharat Bangla Team

Published : Oct 1, 2023, 12:31 PM IST

বানারহাট, 1 অক্টোবর: দুর্গাপুজো উপলক্ষে আয়োজিত মেলা পরিচালনার জন্য কমিটি গঠনকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা বানারহাটে । ব্যবসায়ী সমিতির ভবনে শনিবার বিকেলে বানারহাট মেলা কমিটির সভা চলছিল ৷ সেসময় নতুন কমিটি এবং পুরনো কমিটির মধ্যে গণ্ডগোল বাধে । এর জেরে সভায় হামলার অভিযোগ উঠেছে ।

জানা গিয়েছে, বানারহাটে ফি বছর দুর্গাপুজোর সময় মেলার আয়োজন করা হয় ৷ আর এই মেলা পরিচালনার জন্য প্রতি বছর স্থানীয়ভাবে কমিটিও গঠন করা হয় । তবে অভিযোগ, বিগত বছরের কমিটি তাদের খরচের হিসেব দেয়নি ৷ এছাড়া তারা কোনও সভা না ডেকেই এবারও মেলা পরিচালনা করবে বলে ঠিক করে । এরপরই ঘটনার প্রতিবাদে মেলা পরিচালনার জন্য সমান্তরাল দ্বিতীয় একটি কমিটি গঠিত হয় । এই দ্বিতীয় কমিটির পক্ষ থেকেই এ দিন বৈঠকটি ডাকা হয়েছিল ।

সেই বৈঠক চলাকালীন পুরাতন কমিটির পদাধিকারীরা সভায় ঢুকে হামলা চালায় বলে অভিযোগ । ঘটনাকে কেন্দ্র করে দু'পক্ষের মধ্যে বচসা হাতাহাতিতে পরিণত হয় ৷ এই ঘটনার জেরে বেসরকারি ভবনটি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে । ঘটনায় প্রায় ছ'জন আহত হন বলেও দাবি । খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বানারহাট থানার পুলিশ । ঘটনার পর একে অপরের দিকে অভিযোগের আঙুল তুলছেন দুই মেলা কমিটির সদস্যরা ।

নতুন কার্যকরী কমিটির সদস্য সঞ্জয় চৌধুরীর অভিযোগ, "বানারহাট-1 নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান তথা পুরাতন কমিটির সদস্য কুট্টি নন্দীর উপস্থিতিতে তাঁর অনুগামীরা ঘরে ঢুকে মস্তানি শুরু করে । টেবিল, চেয়ার, ঘরের কাঁচ ভাঙ্গা-সহ তাদের হামলায় বেশ কয়েকজন ব্যাপক আহত হন । আমরা পুরাতন কমিটির কাছে বিগত বছরের খরচের হিসেব চেয়েছিলাম । এ বছর চা বাগানের বোনাস 8.5 শতাংশ হওয়ার একটা আশংকা রয়েছে ৷ তাই এবার মেলায় বিভিন্ন নাগোরদোলার টিকিটের দাম 50 টাকা থেকে কমিয়ে 30 টাকা করার দাবি করেছিলাম । আমাদের মিটিং ভন্ডুল করতেই হামলা চালানো হয় । "

আরও পড়ুন:অর্থের অভাবে একসময় বন্ধ হয়েছিল পুজো, রইল প্রাচীন বনেদি পুজোর বারোয়ারি হয়ে ওঠার কাহিনি

যদিও কুট্টি নন্দী অভিযোগ অস্বীকার করেছেন ৷ তিনি জানান, পুরনো কমিটির সদস্যদের বৈঠকে আসার আমন্ত্রণ জানানো হয়েছিল, তাই তারা এসেছিলেন । তাদের কমিটির বিরুদ্ধে ওঠা অভিযোগ ভিত্তিহীন ৷ তারা নিয়মমাফিক এবার বৈঠক করেই কমিটি গঠন করেছেন বলে জানালেন । পাশাপাশি কুট্টি নন্দীর পালটা অভিযোগ, তাঁর উপর রড দিয়ে হামলা চালানো হয়েছে । ঘটনায় তিনি গুরুতর আহত হয়েছেন ।

ABOUT THE AUTHOR

...view details