পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

আগামী 24 ঘণ্টায় বজ্রবিদ্য়ুৎসহ বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গে - jalpaiguri news

জলপাইগুড়ি আঞ্চলিক আবহাওয়া দপ্তরের আবহাওয়া বিজ্ঞানী রণেন্দ্র সরকার বলেন, "এই মুহূর্তে নিম্নচাপ বিহার ও পার্শ্ববর্তী এলাকায় হিমালয়ের পাদদেশে আছে । উত্তরবঙ্গের জেলাগুলোতে আগামী 24 ঘণ্টায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা আছে ।"

Chance of rain with thunderstorm in North Bengal within 24 hours
Chance of rain with thunderstorm in North Bengal within 24 hours

By

Published : Sep 26, 2020, 5:42 PM IST

জলপাইগুড়ি, 26 সেপ্টেম্বর : একটানা বৃষ্টিতে নাজেহাল জলপাইগুড়ি শহরবাসী । তার মধ্যেই আগামী 24 ঘণ্টায় উত্তরবঙ্গে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানালেন জলপাইগুড়ির আঞ্চলিক আবহাওয়া বিভাগ । এদিকে নর্দমার জল বের হতে না পারায় বিপাকে ময়নাগুড়ির ব্যবসায়ীরা । হিমপাইপ তুলে পাম্প সেটের মাধ্যমে জল বের করলেন ব্যবসায়ীরা । অবিরাম বৃষ্টিতে জলপাইগুড়ির জনজীবন স্তব্ধ হয়ে আছে । গতকাল থেকে আজ সকাল পর্যন্ত শহরে বৃষ্টিপাত হয়েছে 83.80 মিলিমিটার । জেলায় সর্বাধিক ময়নাগুড়িতে বৃষ্টি হয়েছে 125 মিলিমিটার ।

জলপাইগুড়ি সেচ বিভাগ সূত্রে খবর, আলিপুরদুয়ারে বৃষ্টি হয়েছে 69.40 মিলিমিটার । কোচবিহারে 82.80 মিলিমিটার, শিলিগুড়িতে 52.10 মিলিমিটার, মালবাজারে 51.20 মিলিমিটার, হাসিমারাতে 55.20 মিলিমিটার, বানারহাটে 68 মিলিমিটার, মাথাভাঙাতে 65 মিলিমিটার, তুফানগঞ্জে 100.60 মিলিমিটার, ময়নাগুড়িতে 125 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে । জলপাইগুড়ি শহরের বিভিন্ন এলাকায় টানা বৃষ্টিতে রাস্তায় জল দাঁড়িয়ে যাওয়ার ফলে রাস্তার ব্যাপক ক্ষতি যেমন হয়েছে তেমনি জাতীয় সড়কের ফোর লেনের কাজ হওয়ার ফলে বেশ কিছু জায়গায় রাস্তায় বড় বড় গর্ত হওয়ায় বিপাকে পড়েছেন লরি চালকরা । বিশেষ করে ময়নাগুড়ি উল্লাডাবরি, ঝাঝাঙ্গি, তিস্তা সেতুর পর দোমহনী, মোহিতনগরসহ ধুপগুড়ি থেকে শিলিগুড়িগামী 27 নম্বর জাতীয় সড়কের বেহাল অবস্থার জন্য দূরপাল্লার গাড়িগুলি সমস্যায় পড়েছে ।

জলপাইগুড়ি আঞ্চলিক আবহাওয়া বিভাগের আবহাওয়া বিজ্ঞানী রণেন্দ্র সরকার বলেন, "এই মুহূর্তে নিম্নচাপ বিহার ও পার্শ্ববর্তী এলাকায় হিমালয়ের পাদদেশে আছে । উত্তরবঙ্গের জেলাগুলোতে আগামী 24 ঘণ্টায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাতের সম্ভাবনা আছে ।"

ABOUT THE AUTHOR

...view details