জলপাইগুড়ি, 23 এপ্রিল : একমাস হয়ে গেলেও এখনও পৌরসভার পূর্ণাঙ্গ বোর্ড গঠন করা হল না । কেন পৌরসভার পূর্ণাঙ্গ বোর্ড গঠন হল না, তা নিয়ে উঠছে প্রশ্ন । 16 মার্চ জলপাইগুড়ি পৌরসভার বোর্ড গঠন করা হয় । পৌরসভার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে নিযুক্ত হলেও এখনও পর্যন্ত চেয়ারম্যান ইন কাউন্সিল পদে নিযুক্ত করা হয়নি (Chairman-in-council not been appointed in Jalpaiguri Municipality) । এমন পরিস্থিতিতে পৌরসভার বোর্ড মিটিং হচ্ছে না । বিভিন্ন নীতি নির্ধারণ করা যাচ্ছে না বলে জানা গিয়েছে ।
Jalpaiguri Municipality : শপথের একমাস পরও গঠন হল না জলপাইগুড়ি পৌরসভার পূর্ণাঙ্গ বোর্ড - জলপাইগুড়ি পৌরসভা
16 মার্চ জলপাইগুড়ি পৌরসভার বোর্ড গঠন করা হয় (Jalpaiguri Municipality)। পৌরসভার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে নিযুক্ত হয় ৷ কিন্তু পৌরসভার পূর্ণাঙ্গ বোর্ড গঠন হয়নি ৷ এখনও পর্যন্ত ফাঁকা চেয়ারম্যান ইন কাউন্সিল পদ ৷
গত 16 মার্চ জলপাইগুড়ি পৌরসভার চেয়ারম্যান পদে আসীন হন পাপিয়া পাল, ভাইস চেয়ারম্যান হন সৈকত চট্টোপাধ্যায় । কিন্তু এখনও পর্যন্ত চেয়ারম্যান ইন কাউন্সিল নিযুক্ত করা হয়নি । চেয়ারম্যান ইন কাউন্সিল পদে নিয়োগ করা না হওয়ায় অনেক কাজ ঠিকমতো করা যাচ্ছে না বলে অভিযোগ । কবে পৌরসভার চেয়ারম্যান-ইন-কাউন্সিলরদের নিয়োগ করা হবে জলপাইগুড়ি পৌরসভার চেয়ারম্যান পাপিয়া পালের কাছে বিষয়টি জানার জন্য ফোন করা হলে তিনি ফোন ধরেননি ।
আরও পড়ুন : Dhupguri Traffic Guard : ধূপগুড়িতে যানজট নিয়ন্ত্রণে আরও কঠোর পুলিশ