পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

জলপাইগুড়ি মেডিকেল কলেজের জন্য 325 কোটি বরাদ্দ কেন্দ্রের - Jalpaiguri

20 একর জমিতে গড়ে উঠবে জলপাইগুড়ি মেডিকেল কলেজ ও সুপার স্পেশালিটি হাসপাতাল ৷ কেন্দ্র এর জন্য 325 কোটি টাকা বরাদ্দ করেছে ৷ এই হাসপাতাল নির্মিত হলে উত্তরবঙ্গ মেডিকেল কলেজের চাপ অনেকটাই কমবে বলে আশা রাজ্য সরকারের ৷

Jalpaiguri medical college hospital
মেডিকেল কলেজের জমি পরিদর্শনে স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা

By

Published : Feb 7, 2020, 11:06 PM IST

জলপাইগুড়ি, 7 ফেব্রুয়ারি : মেডিকেল কলেজ ও সুপার স্পেশালিটি হাসপাতাল পেতে চলেছে জলপাইগুড়ি জেলা ৷ এর জন্য 325 কোটি টাকা বরাদ্দ করেছে কেন্দ্রীয় সরকার ৷ প্রায় 20 একর জায়গায় তৈরি হবে মেডিকেল কলেজ ৷ এখন রাজ্য সরকারের সিলমোহর পড়লেই হাসপাতাল তৈরির কাজ শুরু হবে বলে জানা গেছে ৷

উত্তরবঙ্গ মেডিকেল কলেজের পর এবার জলপাইগুড়িতে তৈরি হতে চলেছে মেডিকেল কলেজ ও সুপার স্পেশালিটি হাসপাতাল ৷ কেন্দ্রীয় সরকার এর জন্য 325 কোটি টাকা বরাদ্দ করেছে ৷ 20 একর জমির ওপর গড়ে উঠবে মেডিকেল কলেজ ও সুপার স্পেশালিটি হাসপাতাল ৷ আজ হাসপাতালের জন্য জমি পরিদর্শন করেন জলপাইগুড়ি রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান বিজয়চন্দ্র বর্মণ, মুখ্য স্বাস্থ্য আধিকারিক রমেন্দ্র নাথ প্রামাণিক, জেলা পরিষদের সভাধিপতি উত্তরা বর্মণ, সহকারী সভাধিপতি দুলাল দেবনাথ সহ জেলা স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা ৷ জেলা হাসপাতাল কর্তৃপক্ষের কাছে মোট 32 একর জমি ৷ টিবি হাসপাতাল এবং সদর হাসপাতাল মিলিয়ে রয়েছে এই জমি ৷ দুই জায়গা মিলিয়েই হাসপাতাল তৈরি হবে বলে জেলা স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা জানিয়েছেন ৷

মেডিকেল কলেজের জমি পরিদর্শনে জেলা স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা

জলপাইগুড়ি মেডিকেল কলেজ ও সুপার স্পেশালিটি হাসপাতাল তৈরি হবে বলে 2017-তেই রাজ্য সরকার ঘোষণা করেছিল ৷ কেন্দ্রের বরাদ্দের জন্য আটকে ছিল বিষয়টি ৷ জলপাইগুড়ি জেলা সদর হাসপাতালের সার্বিক পরিকাঠামোর উন্নয়ন করে এই মেডিকেল কলেজ গড়ে তোলা হবে বলে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন জলপাইগুড়ির সাংসদ জয়ন্ত রায়কে চিঠিও দিয়েছেন ৷ পাশাপাশি BJP সাংসদ তথা দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষকেও এই বিষয়ে চিঠি দেওয়া হয় বলে জানা গিয়েছে ৷ জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক রমেন্দ্র নাথ প্রামাণিক জানান, মেডিকেল কলেজ তৈরির জন্য এখনও কোনও চিঠি তিনি পাননি ৷

জলপাইগুড়ি মেডিকেল কলেজ হাসপাতালের জন্য জমি পরিদর্শন

ABOUT THE AUTHOR

...view details