পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Allegations of Irregularities in Central Project : জলপাইগুড়িতে কেন্দ্রীয় প্রকল্পের স্থানে রাজ্যের নাম, পরিদর্শনে দিল্লির প্রতিনিধি - central team

কেন্দ্রীয় সরকারের প্রকল্পে বাড়ি ৷ অথচ লেখা বাংলার আবাস যোজনা । কেন্দ্রীয় প্রতিনিধি আসার আগে বাড়ির বোর্ড মুছে দেওয়ার অভিযোগ বিডিও অফিসের বিরুদ্ধে । কেন্দ্রীয় সরকারের অর্থ বরাদ্দে বাড়ি হলেও কোথায় নেই তার উল্লেখ । কোথাও আবার অর্থ বরাদ্দ ও বর্ষ ভুল । একাধিক প্রশ্নের মুখে খড়িয়া গ্রাম পঞ্চায়েত কর্তৃপক্ষ । জলপাইগুড়িতে পরিদর্শনে এসে এমনটাই দেখল কেন্দ্রীয় প্রতিনিধিদল (Central Team Investigating Allegations of Irregularities in Central Project)।

Allegations of Irregularities in Central Project
Allegations of Irregularities in Central Project

By

Published : Mar 12, 2022, 5:24 PM IST

Updated : Mar 12, 2022, 5:57 PM IST

খড়িয়া (জলপাইগুড়ি), 12 মার্চ : একশো দিনের কাজে অনিয়মের অভিযোগে আগেই উঠেছিল জলপাইগুড়িতে (Central Team Investigating Allegations of Irregularities in Central Project) ৷ তার তদন্ত করতে কেন্দ্রীয় দল রাজ্যে এসেছে ।

কেন্দ্রীয় সরকারের প্রকল্পের কাজ ঠিকমত বাস্তবায়ন হচ্ছে কী না তা দেখতে এদিন জলপাইগুড়িতে আসে কেন্দ্রীয় সরকারের এক প্রতিনিধিদল । জলপাইগুড়ি সদর ব্লকের খড়িয়া গ্রাম পঞ্চায়েতের গ্রামন্নোয়নের কাজ খতিয়ে দেখতে আসেন কেন্দ্রীয় প্রতিনিধি কৃষ্ণকান্ত চৌবে । খড়িয়া গ্রাম পঞ্চায়েতে যান তিনি । এরপর তিনি ব্রক্ষ্মতর পাড়া-সহ পুরাতন পান্ডাপাড়া এলাকায় প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের বাড়ি পরিদর্শন করেন ।

কেন্দ্রের প্রকল্প রাজ্যের নামে চলছে, এই অভিযোগগুলি জমা দিয়েছেন ২০ জন সাংসদ । কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রক থেকে রাজ্য তথা জেলা প্রশাসনকে যে চিঠি পাঠানো হয়েছে, তার শুরুতেই লেখা হয়েছে, যে অভিযোগগুলি জমা পড়েছে সেগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ । বিস্তারিত তদন্ত প্রয়োজন বলে জানিয়ে রাজ্যের সহযোগিতা চাওয়া হয়েছে । এর আগে কেন্দ্রীয় প্রকল্প, একশো দিনের কাজে মজুরি বিলি-সহ গ্রামীণ সম্পদ তৈরি সব নিয়েই একাধিক অভিযোগ কেন্দ্রের কাছে জমা পড়ে ।

আরও পড়ুন : East West Metro Service : 15 থেকে 17 মার্চ বন্ধ থাকবে ইস্ট-ওয়েস্ট মেট্রো পরিষেবা

আজ কেন্দ্রীয় প্রতিনিধি কৃষ্ণকান্ত চৌবে প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর দেখতে গিয়ে দেখেন শৌচাগার নির্মাণের কথা থাকলেও সেটা বরাদ্দে করা হয়নি । এমনকি বাড়ি নির্মাণ হলেও কোন প্রকল্পে বাড়ি নির্মাণ, তা লেখা নেই । কোনও কোনও বাড়িতে আবার রাজ্য সরকারের পক্ষ থেকে গিয়ে প্রকল্পের নাম মুছে দেওয়া হয়েছে ।

প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি বাংলার আবাস যোজনা লেখা ছিল ৷ তাই কেন্দ্রীয় প্রতিনিধি আসার আগে তা মুছে দেওয়া হয়ে বলে অভিযোগ । আবার কারও বাড়ির সামনেই কেন্দ্রীয় সরকারে প্রকল্পের নাম লেখা রয়েছে ।

জলপাইগুড়িতে কেন্দ্রীয় প্রকল্পের স্থানে রাজ্যের নাম, পরিদর্শনে দিল্লির প্রতিনিধি

কৃষ্ণকান্ত চৌবে রাজ্য সরকারের প্রতিনিধিদের বলেন, "কাউকে অসম্মান করা এই বোর্ডে লাগানোর উদ্দেশ্যে নয় । কেউ সরকারি বাড়ি পেলেই প্রকল্পের নাম বাড়ির এক কোণায় লেখা যেতে পারে । তাই বলে বাড়ির সামনে নয় ।"

আরও পড়ুন :Massive fire in Gokulpuri : দিল্লির গোকুলপুরীর বস্তিতে ভয়াবহ আগুন, মৃত 7

মাধবি বর্মন নামে কেন্দ্রীয় প্রকল্পের এক উপভোক্তা বলেন, "ছ’মাসের ওপরে এই বাড়িটা তৈরি হয়েছে ৷ বিডিও অফিসের লোক এসে চার-পাঁচদিন আগে আমি বাড়ি ছিলাম না, সেই সময় নামটা মুছে দিয়ে গেছে ৷"

মাধবি বর্মনকে জিজ্ঞেস করা হলে প্রকল্পের নাম তিনি ঠিক করে বলতে পারেননি ৷ এমনকী এটি রাজ্য না কেন্দ্রীয় প্রকল্প, সেটাও অজানা তাঁর ৷

আরও পড়ুন : Crocodile in pond : কুলতলিতে গৃহস্থের পুকুরে কুমির ! আতঙ্কে গ্রামবাসী

জলপাইগুড়ির বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের একশো দিনের কাজ ছাড়াও প্রধানমন্ত্রী আবাস যোজনা, প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার কাজও দেখবেন কেন্দ্রীয় প্রতিনিধিরা বলে জানা গিয়েছে ।

Last Updated : Mar 12, 2022, 5:57 PM IST

ABOUT THE AUTHOR

...view details