জলপাইগুড়ি, 20 এপ্রিল : দিন দিন বাড়ছে কোরোনা সংক্রমণ । এই পরিস্থিতিতে বাড়ানো হয়েছে লকডাউনের সময়সীমা । জরুরি পরিষেবা ব্যতীত বন্ধ সমস্ত পরিষেবা । এই জেরে সমস্যায় পড়েছেন দিন আনা দিন খাওয়া মানুষজন । রুজি-রোজগার বন্ধ । তাই দু'বেলা খাবার জোগাড় করা কার্যত কঠিন হয়ে দাঁড়িয়েছে । এই পরিস্থিতিতে এলাকার গরিব-দুস্থদের মধ্য়ে ত্রাণ সামগ্রী তুলে দেওয়া হল জলপাইগুড়ি কেন্দ্রীয় সমবায় ব্যাঙ্কের তরফে । পাশাপাশি মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দেওয়া হল 11 লাখ 39 হাজার টাকা ।
মুখ্যমন্ত্রীর তহবিলে অনুদান, দুস্থদের ত্রাণ বিলি জলপাইগুড়ির কেন্দ্রীয় সমবায় ব্যাঙ্কের
আজ এলাকার দুস্থদের ত্রাণ সামগ্রী দেওয়ার পাশাপাশি মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে 11 লাখ 39 হাজার টাকা তুলে দেওয়া হয় কেন্দ্রীয় সমবায় ব্যাঙ্কের তরফে ।
আজ কেন্দ্রীয় সমবায় ব্যাঙ্কের তরফে 11 লাখ 39 হাজার টাকার ওই চেক বিভাগীয় কমিশনার অজিতরঞ্জন বর্ধনের হাতে তুলে দেওয়া হয় । পাশাপাশি এলাকার দুস্থদের ত্রাণ সামগ্রী বিলি করা হয় । এবিষয়ে জলপাইগুড়ি কেন্দ্রীয় সমবায় ব্যাঙ্কের চেয়ারম্যান সৌরভ চক্রবর্তী বলেন, "আমি নিজেকে জলপাইগুড়ি জেলার একজন বলে মনে করি । জেলায় অনেক মানুষ আছেন, যাঁরা লকডাউনের জেরে সমস্যায় পড়েছেন । খেতে পাচ্ছেন না । আজ তাঁদের মধ্যে পাঁচ লাখ টাকার ত্রাণ সামগ্রী বিতরণ করা হল । জলপাইগুড়ির পঞ্চায়েত সমিতিগুলির সভাপতি ও জেলার তিনটি পৌরসভার চেয়ারম্যানের তত্বাবধানে এই ত্রাণ সামগ্রী দেওয়া হয়। একটাই উদ্দেশ্য যাতে সবাই ত্রাণটা পায়।"
সৌরভ চক্রবর্তী আরও বলেন, "কোরোনা ভাইরাসের মোকাবিলার জন্য আমরা একটি ফাউন্ডেশন তৈরি করেছিলাম। সমবায় সমিতিগুলির মাধ্যমে মোট 11 লাখ 39 হাজার টাকা তোলা হয়েছে। সেই টাকা আজ আমরা বিভাগীয় কমিশনারের মাধ্যমে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দিয়েছি । "