জলপাইগুড়ি, 20 জুলাই : অল্পের জন্য রক্ষে ! ব্যস্ত অফিসের মধ্যে কর্তব্যরত এক কর্মী প্রায় মাথার উপর ভেঙে পড়ল সিলিং ফ্যান ৷ খুব অল্পের জন্য রক্ষা পেলেন ডাক কর্মী । মঙ্গলবার ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি মুখ্য ডাকঘরে ৷ এমনিতেই ডাকঘর ভবনের অবস্থা ঠিক নেই ৷ এদিনের পর উদ্বেগ ছড়িয়েছে কর্তব্যরত কর্মীদের মধ্যে ।
মাঝে মধ্যেই পলেস্তারা, চাঙড় ভেঙে পড়ে জলপাইগুড়ি মুখ্য ডাকঘরের ভবন থেকে ৷ এর আগেও ভবনের বাইরে কার্নিশ ভেঙে আহত হয়েছেন বেশ কয়েকজন । চাঙড় ভেঙে নষ্ট হয়েছে বাইকও । ঘটনার পর পোস্ট অফিসে প্রবেশের প্রধান পথ বন্ধ করে দিয়েছেন হেড পোস্ট অফিস কর্তৃপক্ষ । উল্টোপথেই যাতায়াত করতে হচ্ছে । ভিতরের এই ঘটনায় নতুন করে উদ্বেগ ছড়িয়েছে ।