জলপাইগুড়ি, 10 ফেব্রুয়ারি: হোমে বিচারাধীন কিশোরের অস্বাভাবিক মৃত্যুর ঘটনার তদন্তে শুক্রবার জলপাইগুড়িতে এল সিবিআই (CBI to Investigate Unusual Death in Jalpaiguri Korok Home)। কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের সব্যসাচী ভট্টাচার্য ও রাই চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চের নির্দেশের 24 ঘণ্টার মধ্যেই জলপাইগুড়ি কোরক হোমের আবাসিক কিশোরের অস্বাভাবিক মৃত্যুর ঘটনার তদন্ত শুরু করল সিবিআই । শুক্রবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার একটি দল জলপাইগুড়ি কোতয়ালি থানায় এসে আইসি-র সঙ্গে কথা বলে ।
কিশোরের মৃত্যুর পর পুলিশি তদন্তের প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করেন তদন্তকারী দলের সদস্যরা । যদিও সংবাদমাধ্যমের কাছে এই নিয়ে কোনও মন্তব্য করতে চাননি তাঁরা । এই বিষয়ে জলপাইগুড়ি জেলা পুলিশ সুপার বিশ্বজিৎ মাহাত জানান, কোরক হোমের আবাসিক কিশোরের অস্বাভাবিক মৃত্যুর ঘটনার পরে তার পরিবারের তরফে অভিযোগ দায়ের করা হয়েছিল । সেই বিষয়ে পুলিশ যে তদন্ত করেছিল তার নথি আজ সিবিআই নিয়ে গিয়েছে । পরবর্তী তদন্ত তারা করবে ।
গত 15 ডিসেম্বর কোচবিহারের টাপুরহাটের বাসিন্দা মাদক মামলায় বিচারাধীন এক আবাসিক কিশোরের মৃত্যু হয় কোরক হোমে । গলায় ফাঁস লাগানো অবস্থায় কিশোরের মৃতদেহ উদ্ধার করে পুলিশ । পুলিশি রিপোর্টে বিচারাধীন ওই কিশোর আত্মহত্যা করেছে বলে উল্লেখ করা হয় । কিন্তু তদন্ত রিপোর্টে একাধিক অসঙ্গতি নজরে পড়ায় বৃহস্পতিবার ঘটনার সিবিআই তদন্তের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের সব্যসাচী ভট্টাচার্য ও রাই চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ । 48 ঘণ্টার মধ্যে সিবিআইকে তদন্ত শুরু করার নির্দেশ দেওয়া হয় । তদন্তের স্বার্থে মৃতদেহ ফের ময়নাতদন্ত করার নির্দেশও দেয় আদালত । সেই নির্দেশের পরই এদিন সিবিআই টিম পৌঁছয় জলপাইগুড়িতে ৷ এদিন দুপুরে গোয়েন্দা সংস্থার প্রতিনিধি কোতয়ালি থানায় গিয়ে তথ্য সংগ্রহ করে । থানার তরফে ময়নাতদন্ত-সহ সাত পাতার রিপোর্ট সিবিআই প্রতিনিধির হাতে তুলে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে । জলপাইগুড়ি কোতোয়ালি থেকে তথ্য সংগ্রহ করে কোচবিহারের উদ্দেশ্যে রওনা দেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার প্রতিনিধিরা ।
আরও পড়ুন :সরকারি হোমে 'নাবালকের' অস্বাভাবিক মৃত্যু, সিবিআই তদন্তের নির্দেশ