পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Jalpaiguri Korok Home Incident: কোরক হোম-কাণ্ডে পুলিশ ও হোম আধিকারিকদের বিরুদ্ধে এফআইআর সিবিআইয়ের - জলপাইগুড়ির সরকারি কোরক হোম

কোরক হোমে বিচারাধীন নাবালকের অস্বাভাবিক মৃত্যুর মামলায় এফআইআর দায়ের করল সিবিআই (Jalpaiguri Korok Home Incident) ৷ কোতয়ালি থানার আধিকারিক এবং হোমের আধিকারিক-সহ একাধিক ব্যক্তির বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে ৷

Jalpaiguri Korok Home Incident ETV BHARAT
Jalpaiguri Korok Home Incident

By

Published : Feb 14, 2023, 1:49 PM IST

জলপাইগুড়ি, 14 ফেব্রুয়ারি: জলপাইগুড়ির সরকারি কোরক হোমে বিচারাধীন আবাসিক নাবালকের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় বেশ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করল সিবিআই ৷ জানা গিয়েছে, কোতয়ালি থানার তদন্তকারী আধিকারিক, হোমের আধিকারিক-সহ অনেকের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে ৷ কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের নির্দেশে এই মামলায় তদন্ত শুরু করেছে সিবিআই (CBI Files FIR in Juvenile Unnatural Death at Korok Home) ৷

উল্লেখ্য, গতবছর 15 ডিসেম্বর জলপাইগুড়ির কোরক সরকারি হোম থেকে লাবু ইসলামের ঝুলন্ত দেহ উদ্ধার হয় ৷ 2021 সালের একটি জুভেনাইল মামলায় আদালতের নির্দেশে লাবুকে ওই হোমে রাখা হয়েছিল ৷ কিন্তু, সেই মামলার তদন্তে নেমে বেশ কিছু অসঙ্গতি প্রাথমিভাবে পুলিশের নজরে আসে ৷ কিন্তু, আদালতে পেশ করা ময়নাতদন্তের রিপোর্টে বিস্তর অসঙ্গতি ছিল বলে অভিযোগ করেছিলেন মৃত লাবু ইসলামের আইনজীবী সুমন শেহানবিশ ৷ অভিযোগ ওঠে, 17 বছরের কিশোরের বয়স ময়নাতদন্তের রিপোর্টে 34 বছর উল্লেখ করা হয়েছে ৷

এই মামলার শুনানি কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে চলছে ৷ বিষয়টিতে লাবু ইসলামের আইনজীবী সিবিআই তদন্তের দাবি জানান ৷ ডিভিশন বেঞ্চ গত 9 ফেব্রুয়ারি নির্দেশ দেয় 48 ঘণ্টার মধ্যে সিবিআই মামলার তদন্ত শুরু করবে ৷ এমনকি মৃত নাবালকের মায়ের অনুমতি নিয়ে দ্বিতীয়বার তার দেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত ৷

আরও পড়ুন:সরকারি হোমে 'নাবালকের' অস্বাভাবিক মৃত্যু, সিবিআই তদন্তের নির্দেশ

কলকাতা হাইকোর্টের সার্কিট বেঞ্চের নির্দেশে 24 ঘণ্টার মধ্যেই তদন্ত শুরু করে দেয় ৷ দিল্লি থেকে সিবিআই-এর জোন ওয়ানের একটি দল জলপাইগুড়িতে পৌঁছেছে ৷ তাঁদের তরফে কোতয়ালি থানার তদন্তকারী আধিকারিকদের সঙ্গে কথা বলার পর, একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে ৷ সেখানে জলপাইগুড়ি কোতয়ালি থানার একাধিক অফিসার, সরকারি হোমের আধিকারিক-সহ আরও কয়েকজনের নাম রয়েছে ৷ ভারতীয় দণ্ডবিধির ধারা 306 অর্থাৎ আত্মহত্যার প্ররোচনা, ধারা 195 (ইচ্ছাকৃতভাবে ভুল তথ্য পেশ), ধারা 201 (তথ্যপ্রমাণ লোপাট) ও 2015 সালের জুভেনাইল জাস্টিস অ্যাক্টের 75 নম্বর ধারায় মামলা রুজু করা হয়েছে ৷

ABOUT THE AUTHOR

...view details