পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বিয়েবাড়ি থেকে ফেরার পথে দুর্ঘটনায় মৃত্যু ব্যক্তির - car accident in jalpaiguri

রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে পেছন থেকে ধাক্কা মারে একটি ছোটো গাড়ি । দুর্ঘটনায় একজনের মৃত্য হয়েছে । বৃহস্পতিবার ময়নাগুড়ি ও চ্যাংরাবান্ধার মাঝে সার্ক রোডে দুর্ঘটনাটি ঘটে ।

accident

By

Published : Oct 18, 2019, 5:41 AM IST

জলপাইগুড়ি, 18 অক্টোবর : বিয়েবাড়ি থেকে ফেরার পথে দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির । বৃহস্পতিবার সার্ক রোডে দাড়িয়ে থাকা একটি ট্রাককে পেছন থেকে ধাক্কা মারে একটি ছোটো গাড়ি । ঘটনাস্থানেই মৃত্যু হয় ছোটো গাড়ির চালক শাহজাহান ইসলামের । ময়নাগুড়ি থেকে চ্যারাবান্ধাগামী সার্করোডে রাজার হাট মোড়ে দুর্ঘটনাটি ঘটে ।গাড়িটি জলপাইগুড়ির দিকে যাচ্ছিল ।

শাহজাহানের এক আত্মীয় জানান, শাহজাহান পরিবার নিয়ে কোচবিহারের শীতলকুচিতে বিয়ের নিমন্ত্রণে গেছিলেন । সেখান থেকে ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে। গাড়িতে শাহজাহান ছাড়াও ছিলেন তাঁর বিবি রাফিকা ইসলাম, তাঁদের দুই সন্তান এবং আরও এক ব্যক্তি। তাঁদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের স্থানীয়রা উদ্ধার করে ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে যান । সেখানে শাহজাহানকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা । আহতদের জলপাইগুড়ি জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে শিলিগুড়ির একটি নার্সিংহোমে পাঠানো হয়েছে ।

শাহজাহানের বাড়ি জলপাইগুড়ি জেলার কুকুরজান চাউলহাটি গ্রামে । দুর্ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ট্রাক ও ছোটো গাড়িটিকে আটক করা হয়েছে । মৃতদেহ ময়নাতদন্তের জন্য জলপাইগুড়ি জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে ।

ABOUT THE AUTHOR

...view details