দার্জিলিং, 13 জুলাই: গোর্খাল্যান্ডের দাবিতে হওয়া আন্দোলনের সময় খুন হন এসআই অমিতাভ মালিক। এই হত্যায় জড়িত গোর্খা জনমুক্তি মোর্চার 9 কর্মীকে জামিন দিল আদালত ৷ প্রায় 6 বছর কারাবন্দি থাকার পর জামিনের আবেদন মঞ্জুর করেছে কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চ ৷ জানা গিয়েছে, বুধবার শর্তসাপেক্ষে তাঁদের জামিন মঞ্জুর করেন বিচারপতি ৷ কিন্তু, নির্দেশের কপি হাতে পেতে রাত হয় সংশোধনাগারের আধিকারিকদের ৷ তার ফলে বৃহস্পতিবার ওই অভিযুক্তদের দার্জিলিং জেলা সংশোধনাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে ৷
জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের সরকারি আইনজীবী অদিতি শংকর চক্রবর্তী বলেন, "পাহাড়ে পৃথক রাজ্যের দাবিতে সশস্ত্র আন্দোলনের সময় এই অভিযুক্তদের গ্রেফতার করা হয়েছিল ৷ তাঁদের বিরুদ্ধে সরকারি সম্পত্তি ভাঙচুর, আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক রাখা এবং পুলিশ আধিকারিক অমিতাভ মালিক হত্যা-সহ একাধিক ধারায় মামলা চলছিল ৷ বিচারপতি তাঁদের জামিনের আবেদন শর্তসাপেক্ষে মঞ্জুর করেছেন ৷"
পুলিশ সূত্রে জানা গিয়েছে, সুরজ প্রধান, শ্যাম কামি, দেওরাজ লেপচা এবং মহিন্দ্র কামিকে 2017 সালের 13 অক্টোবর গ্রেফতার করা হয়েছিল ৷ তাঁরা গত 5 বছর বছর 8 মাস ধরে বিচারবিভাগীয় হেফাজতেই ছিলেন ৷ ফিরোজ থাপা নামে এক অভিযুক্ত ছিলেন 5 বছর 1 মাস ৷ অশ্বিন গুরুং, দাওয়া শেরপা, নবীন রাই এবং পরশ মঙ্গর 4 বছর ধরে সংশোধনাগারে বিচারধীন বন্দি হিসেবে রয়েছেন ৷ তবে, জামিন পেলেও অভিযুক্তদের বিরুদ্ধে মামলা চলবে ৷ পাশাপাশি, মামলা চলাকালীন অভিযুক্তরা দার্জিলিঙের বাইরে যেতে পারবেন না বলেও নির্দেশ দিয়েছেন বিচারপতি ৷ আর জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ যখনই ওই 9 জনকে তলব করবে, তাঁদের উপস্থিত হতে হবে ৷