জলপাইগুড়ি, 12 এপ্রিল: শীতলকুচিতে বিধানসভা ভোটে গুলি চালানোর ঘটনায় সিআইএসএফ জওয়ানদের আগাম জামিন দিল আদালত ৷ কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে 2021-এর 10 এপ্রিলের ঘটনায় 6 আধাসেনা জওয়ান আগাম জামিনের মামলা করেছিলেন ৷ আজ সেই মামলার শুনানি ছিল ৷ সেখানেই 6 আধাসেনা জওয়ানের আগাম জামিন মঞ্জুর করে বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ এবং বিচারপতি শম্পা দত্ত পালের ডিভিশন বেঞ্চ ৷
2021 বিধানসভা নির্বাচনের চতুর্থ দফার ভোটের দিন কোচবিহারের শীতলকুচির একটি ভোটগ্রহণ কেন্দ্রে ভোট লুঠের অভিযোগ ওঠে ৷ যে ঘটনায় নিরাপত্তার দায়িত্ব থাকা সিআইএসএফ জওয়ানদের গুলিতে 4 জনের মৃত্যু হয় ৷ এই ঘটনার তদন্তে নামে রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগ ৷ শীতলকুচির বুথে যে 6 সিআইএসএফ জওয়ান গুলি চালিয়েছিলেন, তাঁরা 2021 এর 20 ডিসেম্বর কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ির সার্কিট বেঞ্চে আগাম জামিনের মামলা করেন ৷ সেদিন মামলার শুনানি হয়েছিল বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি বিশ্বজিৎ বসুর ডিভিশন বেঞ্চে ৷ তবে, সার্কিট বেঞ্চ সেই আগাম জামিনের আবেদন স্থগিত করে দিয়েছিল ৷
পরবর্তী সময়ে সিআইডি মামলার তদন্ত প্রক্রিয়া চালিয়েছে ৷ আজ কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে ফের আগাম জামিনের মামলার শুনানি ছিল ৷ তবে, এ দিন মামলাটির শুনানি ছিল বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ এবং বিচারপতি শম্পা দত্ত পালের ডিভিশন বেঞ্চে ৷ এই শুনানিতে শর্তসাপেক্ষে আবেদনকারী 6 সিআইএসএফ জওয়ানের আগাম জামিন মঞ্জুর করে ডিভিশন বেঞ্চ ৷