জলপাইগুড়ি, 12 ফেব্রুয়ারি : হাইকোর্টের নির্দেশ সত্ত্বেও মনোনয়নপত্র জমা দিতে পারেননি জলপাইগুড়ির মলয় বন্দ্যোপাধ্যায় ৷ তিনি জলপাইগুড়ি পৌরসভায় (Jalpaiguri Municipality) 1 নম্বর ওয়ার্ডে নির্দল প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিতে চেয়েছিলেন । সেই নিয়ে দায়ের হওয়া মামলায় রাজ্য নির্বাচন কমিশনকে তলব করল কলকাতা হাইকোর্ট (Cal HC Ask Jalpaiguri Returning Officer to present at court on Monday) । সোমবার সকাল সাড়ে 10টার মধ্যে হাইকোর্টে হাজির হতে হবে কমিশনকে ৷ মনোনয়ন জমা দিতে না পারা নিয়ে মলয় বন্দ্যোপাধ্যায় আদালত অবমাননার মামলা দায়ের করেন কলকাতা হাইকোর্টে ৷ তাঁর দাবি, হয় তাঁকে মনোনয়ন জমা দিতে দেওয়া হোক, না হলে 1 নম্বর ওয়ার্ডের ভোট স্থগিত রাখা হোক ৷
বিক্ষুব্ধ তৃণমূল নেতা তথা জলপাইগুড়ি পুরসভার 1 নম্বর ওয়ার্ডের মলয় বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী পার্থ চৌধুরী জানান, গত 8 তারিখ মলয় বন্দ্যোপাধ্যায় মনোনয়ন জমা দিতে গেলে তাঁকে পুলিশ বাধা দেয় । এরপর তিনি পরের দিন আবার মনোনয়ন দেওয়ার জন্য লাইনে দাঁড়ালে তাঁকে ফের পুলিশ বাধা দেয় । এমনকি তাঁকে পুলিশ গাড়িতে করে তুলে আনেন ।
তিনি বলেন, ‘‘এরপর আমরা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হই । কোর্ট রায় দেয় 9 তারিখ মলয় বন্দ্যোপাধ্যায় মনোনয়ন দিতে পারবেন । কিন্তু সেদিনও পুলিশ মনোনয়ন দিতে বাধা দেন এবং মনোনয়নের সময় পেরিয়ে যাওয়ার পর তাঁকে ছাড়া হয় । আমরা ফের কলকাতা হাইকোর্টে আদালত অবমাননার মামলা দায়ের করি । কলকাতা হাইকোর্টের বিচারপতি রবিকিষাণ কাপুর নির্দেশ দেন, আগামী সোমবার রিটার্নিং অফিসারকে কলকাতা হাইকোর্টে সশরীরে হাজিরা দিতে হবে । আমরা আশাবাদী কলকাতা হাইকোর্ট আশানুরূপ রায় দেবেন ।’’