কলকাতা, 4 সেপ্টেম্বর: আগামিকাল মঙ্গলবার রাজ্যে আবারও নির্বাচন । জলপাইগুড়ির ধূপগুড়ি বিধানসভা কেন্দ্রে উপ-নির্বাচন হবে । মোট বুথের সংখ্যা 260 ৷ তার মধ্যে 150টি বুথ অতি স্পর্শকাতর । এমনটাই খবর মিলেছে জাতীয় নির্বাচন কমিশনের সূত্র থেকে ।
কমিশনের সূত্র থেকে আরও জানা গিয়েছে, 110টি বুথে থাকছে সিসিটিভির নজরদারি । মোট 260টি বুথের মধ্যে দু’টি বুথ সম্পূর্ণভাবে মহিলাদের দ্বারা পরিচালিত হবে । মোতায়ন করা হয়েছে 30 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ৷ যে সমস্ত জায়গায় এক বা দু’টি বুথ থাকবে, সেখানে ন্যূনতম এক সেকশন অর্থাৎ আট জন কেন্দ্রীয় বাহিনীর জওয়ান মোতায়েন করা হবে । যেখানে তিন বা চারটি বুথ থাকবে, সেখানে ন্যূনতম দুই সেকশন অর্থাৎ 16 জন কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে ।
মোট প্রার্থী সংখ্যা সাত ৷ এর মধ্যে পুরুষ পাঁচজন ও মহিলা দু’জন । তবে মূল লড়াই হচ্ছে বিজেপি ও তৃণমূলের মধ্যে ৷ বিজেপি প্রার্থী করেছে শহিদ জওয়ানের স্ত্রী তাপসী রায়কে ৷ আর তৃণমূলের তরফে প্রার্থী করা হয়েছে পেশায় শিক্ষক নির্মলচন্দ্র রায়কে ৷ এই কেন্দ্রে 2021 সালে জিতেছিলেন বিজেপির প্রার্থী বিষ্ণুপদ রায় ৷ সম্প্রতি তিনি প্রয়াত হন ৷ সেই কারণে ওই কেন্দ্রে উপ-নির্বাচন হয় ৷