জলপাইগুড়ি, 15 মে : ছোট ছেলের বউভাতের অনুষ্ঠান বাতিল করে সেই টাকা দিয়ে অ্যাম্বুলেন্স কিনলেন ক্রান্তি ব্লকের ব্যবসায়ী তথা বিশিষ্ট সমাজসেবী রমেন ঘোষ । তাঁর এই উদ্যোগে খুশি এলাকাবাসী ।
ক্রান্তি ব্লকে অ্যাম্বুলেন্স দিলেন ব্যবসায়ী রমেন ঘোষ
শুক্রবার এক অনুষ্ঠানের মধ্য দিয়ে ছ'লক্ষ টাকার এই অ্যাম্বুলেন্স রমেন তুলে দেন "ক্রান্তি সাহায্যের হাত" নামে একটি সংস্থার হাতে । এই প্রসঙ্গে তিনি বলেন, "আমার ছোট ছেলের বউভাতের অনুষ্ঠান করতে কার্ডও বিলি করেছিলাম । কিন্তু বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে আমার মনে হয়েছে এই সময়ে বউভাতের অনুষ্ঠান করা ঠিক হবে না । তাই ভাবছিলাম কী করি । বাড়ির সবার সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নিই এই এলাকায় একটি অ্যাম্বুলেন্স দরকার ।"
আরো পড়ুন: নন্দীগ্রামে রাজ্যপাল, স্বাগত শুভেন্দুর
এদিন এই অ্যাম্বুলেন্স পরিষেবা প্রদান অনুষ্ঠানে ক্রান্তি ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক প্রবীর কুমার সিনহা-সহ পদ্মশ্রী করিমুল হক, ক্রান্তি স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক-সহ স্থানীয় ক্লাবের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন । করোনা মহামারীর মাঝে অ্যাম্বুলেন্সের সংখ্যা কম থাকায় সমস্যার মুখে পড়তে হচ্ছিল ক্রান্তি ব্লকবাসীকে । এই ব্লকের লাটাগুড়ি, চাপাডাঙা, মৌলানি, রাজাডাঙা, চ্যাংমারি, ক্রান্তি মিলিয়ে মোট ছয়টি গ্রাম পঞ্চায়েত জুড়ে এলাকায় অ্যাম্বুলেন্সের অভাব রয়েছে । লাটাগুড়ি-সহ পাশ্ববর্তী এলাকায় নেই অ্যাম্বুলেন্স পরিষেবা, পদ্মশ্রী করিমুল হকের অ্যাম্বুলেন্সই ছিল একমাত্র ভরসা ।
কয়েক দিন আগেই রমেন ঘোষের ছোট ছেলে নচিকেতা ঘোষের সঙ্গে দেবযানীর বিয়ে হয় । জাঁকজমক পূর্ণ অনুষ্ঠান বাতিল করে সেই খরচে এই সমাজকল্যাণমূলক কাজ করলেন তিনি । পাশাপাশি অক্সিজেন পরিষেবার ব্যবস্থাও করেছেন ।
উল্লেখ্য এর আগে তাঁর বড় ছেলের বিয়েতে রক্তদান শিবির করেছিলেন তিনি ৷ এবারও ছোট ছেলের বিয়েতে মানবিকতার নজির গড়লেন । এতদিন রোগীকে বাইরে নিয়ে যাওয়ার সময় দীর্ঘ সময় অপেক্ষা ধরে করতে হত সাধারণ মানুষকে। এবার কিছুটা মিটল সেই সমস্যা ৷