পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ময়নাগুড়িতে বাস দুর্ঘটনায় মৃত 2, আহত 42 - ময়নাগুড়িতে বাস দুর্ঘটনা

মৌলানি থেকে ফেরার পথে সিঙ্গিমারীর লক্ষ্মীরহাট এলাকায় একটি আলু বোঝাই ট্রলিতে ধাক্কা মারে বাসটি । ঘটনাস্থানেই মৃত্যু হয় দুইজনের ৷

ময়নাগুড়িতে বাস দুর্ঘটনা
ময়নাগুড়িতে বাস দুর্ঘটনা

By

Published : Mar 19, 2021, 7:28 AM IST

ময়নাগুড়ি, 19 মার্চ : ময়নাগুড়িতে কন্যাযাত্রী বোঝাই বাসে দুর্ঘটনা । মৃত 2 । আহত 42 ।

ময়নাগুড়ির উত্তর মৌয়ামারী কাঠালবাড়ি এলাকা থেকে একটি বাস মৌলানি এলাকায় বৌভাতের অনুষ্ঠানে যাচ্ছিল । ফেরার পথে সিঙ্গিমারীর লক্ষ্মীরহাট এলাকায় একটি আলু বোঝাই ট্রলিতে ধাক্কা মারে বাসটি । ঘটনায় এখনও পর্যন্ত 2 জন যাত্রীর মৃত্যু হয়েছে ।

আরও পড়ুন : রায়গঞ্জে ট্রাক্টর ও টোটোর সংঘর্ষে মৃত 1 কিশোরী, আহত 1 শিশু

দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থানে আসে পুলিশ ও দমকল । বাকি যাত্রীদের উদ্ধার করে গুরুতর আহত অবস্থায় ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হয় । সেখান থেকে আশঙ্কাজনক অবস্থায় কয়েকজনকে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে ।

ABOUT THE AUTHOR

...view details