জলপাইগুড়ি, 25 নভেম্বর: সবজির ব্যাগ থেকে আগ্নেয়াস্ত্র-সহ বিস্ফোরক (Explosive) উদ্ধার করল বিএসএফ (BSF) । সবজির ব্যাগ থেকে উদ্ধার হয়েছে কারবাইড, সালফার । ভারত ও বাংলাদেশ সীমান্ত (India-Bangladesh Border) এলাকায় সতর্কতার মধ্যে থেকে বন্দুক ও বিস্ফোরক উদ্ধার হওয়ার ফলে চাঞ্চল্য ছড়িয়েছে ।
বিএসএফের জলপাইগুড়ি সেক্টরের 98 ব্যাটালিয়ান বিশেষ অভিযান চালায় । ওই অভিযানে ময়নাগুড়ি (Maynaguri) বাজার সংলগ্ন এলাকা থেকে দেশি বন্দুক, ৩টি ব্যাটারি অপারেটেড আইডি, 200 গ্রাম সালফার, 150 গ্রাম সালফার উদ্ধার করেছে । উদ্ধার হওয়া সব কিছুই ময়নাগুড়ি থানার হাতে তুলে দেওয়া হয়েছে বিএসএফের তরফে ।
ভারত ও বাংলাদেশের সীমান্ত এলাকার আগেই সতর্কতা জারি করেছিল গোয়েন্দা দফতর । তার মধ্যেই গোপন সূত্রে খবর পেয়ে ময়নাগুড়ি হাটে অভিযান চালায় বিএসএফের বিশেষ বাহিনী । সুযোগ বুঝেই সবজির ব্যাগ ফেলে পালিয়ে যায় দুষ্কৃতিরা ব্যাগ খুলতেই বেরিয়ে আসে দেশি বন্দুক, বিস্ফোরক-সহ অন্যান্য উপকরণ । হাটের ভিড়ের মধ্যে হারিয়ে যাওয়ায় ব্যাগের মালিককে ধরতে পারেনি বিএসএফ ।
ডুয়ার্সের প্রবেশদ্বার ময়নাগুড়ি নামেই পরিচিত । সবচেয়ে ব্যস্ততম ব্যবসায়িক জায়গা ময়নাগুড়িতে আজ, শুক্রবার ছিল হাটের দিন । হাটের মধ্যে সবজির ব্যাগে করে বন্দুক ও বিস্ফোরক নিয়ে কোথায় যাওয়া হচ্ছিল, তা নিয়ে আতঙ্ক তৈরি হয়েছে ৷
আরও পড়ুন:গৃহবধূকে গলা কেটে খুন, পরে সোশাল মিডিয়ায় লাইভে আত্মহত্যা প্রেমিকের