পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Jalpaiguri Govt Engineering College: কলেজের অনুষ্ঠানে এসে অপমানিত বোধ করলেন বিএসএফের ডিআইজি

জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজে (Jalpaiguri Govt Engineering College) নিমন্ত্রিত হয়ে এসে অপমানিত বোধ করে ক্ষোভ প্রকাশ করলেন বিএসএফের রানীনগর সেক্টরের ডিআইজি বিজয় মেহেতা । পতাকা উত্তোলনের জন্য ডেকে এনেও তার কোন ব্যবস্থাই করা হয়নি । এমনটাই অভিযোগ করেন তিনি । যদিও অধ্যক্ষের সাফাই, জাতীয় পতাকা উত্তোলনের কোন বিষয় ছিল না । কলেজের অনুষ্ঠান অথচ ছাত্রছাত্রীরাই নেই বলেও অভিযোগ উঠেছে ।

Jalpaiguri Govt Engineering College
Jalpaiguri Govt Engineering College

By

Published : Aug 7, 2022, 10:38 PM IST

জলপাইগুড়ি, 7 অগস্ট:জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজের (Jalpaiguri Govt Engineering College) ডায়মণ্ড জুবলি উপলক্ষ্যে অনুষ্ঠান ছিল রবিবার ৷ সেখানে বিএসএফের জলপাইগুড়ি সেক্টরের ডিআইজি-সহ অন্যান্য আধিকারিকদের নিমন্ত্রণ করা হয়েছিল । সকাল 9 টার সময় পতাকা উত্তোলন করা হবে বলেও জানানো হয় বিএফএস আধিকারিকদের । কিন্তু সময় মত ডিআইজি এলেও কলেজের পক্ষ থেকে পতাকা উত্তোলনের কোন ব্যবস্থাই করা হয়নি বলে অভিযোগ । এরপর কলেজের অধ্যক্ষ অমিতাভ রায়কে প্রকাশ্যেই ক্ষোভ প্রকাশ করেন ডিআইজি বিজয় মেহেতা(BSF DIG) । তারপর অতিথিরা যাওয়ার পরে কলেজের পতাকা উত্তোলন করেন অধ্যক্ষ অমিতাভ রায় ।

এদিন কলেজের ডায়মণ্ড জুবলি ও ভারতের স্বাধীনতার 75 বছর উপলক্ষ্যে 'আজাদি কি অমৃত মহোৎসব'কে কেন্দ্র করে হার ঘর তিরঙ্গার প্রোগ্রামকে সামনে রেখেই জলপাইগুড়ি রানীনগর সেক্টর বিএসএফের পক্ষ থেকে অস্ত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছিল । কলেজ কর্তৃপক্ষের অনুরোধের বিএসএফের পক্ষ থেকে কলেজকে সাজানো-সহ সমস্ত আয়োজন করা হয় ৷ কিন্তু কলেজ কর্তৃপক্ষের থেকে চুড়ান্ত অব্যবস্থা ছিল বলে অভিযোগ উঠেছে ।

ডিআইজি সময়মত অনুষ্ঠানে যোগ দিতে আসার আগেও কলেজেই সবাইকে পাওয়া যায়নি । খবর পাঠানো হয় কলেজ কর্তৃপক্ষকে । এরপর অধ্যক্ষ ছুটে আসেন । পতাকা উত্তোলন করার জন্য ডিআইজি গাড়ি থেকে নেমে দেখেন কোন ব্যবস্থাই করা হয়নি । তা দেখে তিনি ক্ষোভ প্রকাশ করেন(BSF DIG feels insulted to participate in programme of Jalpaiguri Govt Engineering College) । এরপর বিজয় মেহেতাকে সভামঞ্চে নিয়ে যাওয়া হয় সেখানে তিনি সময় ও ব্যবস্থা ঠিকমত করতে হয় বলেও ক্ষোভ প্রকাশ করেন । এদিন ডিআইজি বিজয় মেহেতা বলেন, "ভারতের স্বাধীনতার 75 বছর পুর্তি ও কলেজের 60 বছর পুর্তি উপলক্ষে আমরা যৌথভাবে অনুষ্ঠান করছি । বিএসএফ কী কী অস্ত্র ব্যবহার করে তা প্রদর্শন করা হল । আমরা ছাত্রদের বললাম কোন চাপ নিয়ে কাজ করবে না । সফলতা আসবেই তবে ধৈর্য ধরতে হবে ।"

জলপাইগুড়ি রানীনগর সেক্টর বিএসএফের পক্ষ থেকে অস্ত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছিল

কলেজের প্রাক্তন ছাত্র সুজিত কুমার দত্ত বলেন, "কলেজ কর্তৃপক্ষের কোন কন্ট্রোল নেই । এদিকে আমরা পুরনো ছাত্ররা কলকাতা থেকে সময় মত চলে এলাম । কলেজের পক্ষ থেকে যে সময় দেওয়া ছিল সেই সময়ে অতিথিরাও চলে এলেন । কলেজের অনুষ্ঠান কিন্তু শিক্ষক বা অধ্যাপকদের সময় মতো দেখা গেল না । কলেজের অবস্থার বিষয়টি দেখে খুব লজ্জিত বোধ করলাম।"

জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজের ডায়মণ্ড জুবলি উপলক্ষ্যে অনুষ্ঠান

আরও পড়ুন:বিএসএফের উদ্যোগে জলপাইগুড়ির স্কুলে স্বাধীনতার অমৃত মহোৎসবের অনুষ্ঠান

জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজের অধ্যক্ষ অমিতাভ রায় বলেন, "সব ভালো ভাবেই হয়েছে । আমরা করোনার জন্য গত বছর অনুষ্ঠান করতে পারিনি, এবছর করছি । বিএসএফ আমাদের কলেজে অস্ত্র প্রদর্শনী করেছে ।" অনুষ্ঠানের অব্যবস্থার প্রশ্নে তিনি বলেন, "কোন অব্যবস্থা ছিল না । কলেজের পতাকা উত্তোলনের বিষয় ছিল সেটা আমি তুলব ।" এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএসএফের কমান্ডেন্ট অরবিন্দ কুমার ,দিপক কুমায়েত, খনিন্দ্র চৌধুরী, ভিকে কাসানা-সহ অন্যান্যরা ।

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details