পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Jalpaiguri Govt Engineering College: কলেজের অনুষ্ঠানে এসে অপমানিত বোধ করলেন বিএসএফের ডিআইজি - Jalpaiguri Govt Engineering College

জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজে (Jalpaiguri Govt Engineering College) নিমন্ত্রিত হয়ে এসে অপমানিত বোধ করে ক্ষোভ প্রকাশ করলেন বিএসএফের রানীনগর সেক্টরের ডিআইজি বিজয় মেহেতা । পতাকা উত্তোলনের জন্য ডেকে এনেও তার কোন ব্যবস্থাই করা হয়নি । এমনটাই অভিযোগ করেন তিনি । যদিও অধ্যক্ষের সাফাই, জাতীয় পতাকা উত্তোলনের কোন বিষয় ছিল না । কলেজের অনুষ্ঠান অথচ ছাত্রছাত্রীরাই নেই বলেও অভিযোগ উঠেছে ।

Jalpaiguri Govt Engineering College
Jalpaiguri Govt Engineering College

By

Published : Aug 7, 2022, 10:38 PM IST

জলপাইগুড়ি, 7 অগস্ট:জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজের (Jalpaiguri Govt Engineering College) ডায়মণ্ড জুবলি উপলক্ষ্যে অনুষ্ঠান ছিল রবিবার ৷ সেখানে বিএসএফের জলপাইগুড়ি সেক্টরের ডিআইজি-সহ অন্যান্য আধিকারিকদের নিমন্ত্রণ করা হয়েছিল । সকাল 9 টার সময় পতাকা উত্তোলন করা হবে বলেও জানানো হয় বিএফএস আধিকারিকদের । কিন্তু সময় মত ডিআইজি এলেও কলেজের পক্ষ থেকে পতাকা উত্তোলনের কোন ব্যবস্থাই করা হয়নি বলে অভিযোগ । এরপর কলেজের অধ্যক্ষ অমিতাভ রায়কে প্রকাশ্যেই ক্ষোভ প্রকাশ করেন ডিআইজি বিজয় মেহেতা(BSF DIG) । তারপর অতিথিরা যাওয়ার পরে কলেজের পতাকা উত্তোলন করেন অধ্যক্ষ অমিতাভ রায় ।

এদিন কলেজের ডায়মণ্ড জুবলি ও ভারতের স্বাধীনতার 75 বছর উপলক্ষ্যে 'আজাদি কি অমৃত মহোৎসব'কে কেন্দ্র করে হার ঘর তিরঙ্গার প্রোগ্রামকে সামনে রেখেই জলপাইগুড়ি রানীনগর সেক্টর বিএসএফের পক্ষ থেকে অস্ত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছিল । কলেজ কর্তৃপক্ষের অনুরোধের বিএসএফের পক্ষ থেকে কলেজকে সাজানো-সহ সমস্ত আয়োজন করা হয় ৷ কিন্তু কলেজ কর্তৃপক্ষের থেকে চুড়ান্ত অব্যবস্থা ছিল বলে অভিযোগ উঠেছে ।

ডিআইজি সময়মত অনুষ্ঠানে যোগ দিতে আসার আগেও কলেজেই সবাইকে পাওয়া যায়নি । খবর পাঠানো হয় কলেজ কর্তৃপক্ষকে । এরপর অধ্যক্ষ ছুটে আসেন । পতাকা উত্তোলন করার জন্য ডিআইজি গাড়ি থেকে নেমে দেখেন কোন ব্যবস্থাই করা হয়নি । তা দেখে তিনি ক্ষোভ প্রকাশ করেন(BSF DIG feels insulted to participate in programme of Jalpaiguri Govt Engineering College) । এরপর বিজয় মেহেতাকে সভামঞ্চে নিয়ে যাওয়া হয় সেখানে তিনি সময় ও ব্যবস্থা ঠিকমত করতে হয় বলেও ক্ষোভ প্রকাশ করেন । এদিন ডিআইজি বিজয় মেহেতা বলেন, "ভারতের স্বাধীনতার 75 বছর পুর্তি ও কলেজের 60 বছর পুর্তি উপলক্ষে আমরা যৌথভাবে অনুষ্ঠান করছি । বিএসএফ কী কী অস্ত্র ব্যবহার করে তা প্রদর্শন করা হল । আমরা ছাত্রদের বললাম কোন চাপ নিয়ে কাজ করবে না । সফলতা আসবেই তবে ধৈর্য ধরতে হবে ।"

জলপাইগুড়ি রানীনগর সেক্টর বিএসএফের পক্ষ থেকে অস্ত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছিল

কলেজের প্রাক্তন ছাত্র সুজিত কুমার দত্ত বলেন, "কলেজ কর্তৃপক্ষের কোন কন্ট্রোল নেই । এদিকে আমরা পুরনো ছাত্ররা কলকাতা থেকে সময় মত চলে এলাম । কলেজের পক্ষ থেকে যে সময় দেওয়া ছিল সেই সময়ে অতিথিরাও চলে এলেন । কলেজের অনুষ্ঠান কিন্তু শিক্ষক বা অধ্যাপকদের সময় মতো দেখা গেল না । কলেজের অবস্থার বিষয়টি দেখে খুব লজ্জিত বোধ করলাম।"

জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজের ডায়মণ্ড জুবলি উপলক্ষ্যে অনুষ্ঠান

আরও পড়ুন:বিএসএফের উদ্যোগে জলপাইগুড়ির স্কুলে স্বাধীনতার অমৃত মহোৎসবের অনুষ্ঠান

জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজের অধ্যক্ষ অমিতাভ রায় বলেন, "সব ভালো ভাবেই হয়েছে । আমরা করোনার জন্য গত বছর অনুষ্ঠান করতে পারিনি, এবছর করছি । বিএসএফ আমাদের কলেজে অস্ত্র প্রদর্শনী করেছে ।" অনুষ্ঠানের অব্যবস্থার প্রশ্নে তিনি বলেন, "কোন অব্যবস্থা ছিল না । কলেজের পতাকা উত্তোলনের বিষয় ছিল সেটা আমি তুলব ।" এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএসএফের কমান্ডেন্ট অরবিন্দ কুমার ,দিপক কুমায়েত, খনিন্দ্র চৌধুরী, ভিকে কাসানা-সহ অন্যান্যরা ।

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details