জলপাইগুড়ি, 7 অগস্ট:জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজের (Jalpaiguri Govt Engineering College) ডায়মণ্ড জুবলি উপলক্ষ্যে অনুষ্ঠান ছিল রবিবার ৷ সেখানে বিএসএফের জলপাইগুড়ি সেক্টরের ডিআইজি-সহ অন্যান্য আধিকারিকদের নিমন্ত্রণ করা হয়েছিল । সকাল 9 টার সময় পতাকা উত্তোলন করা হবে বলেও জানানো হয় বিএফএস আধিকারিকদের । কিন্তু সময় মত ডিআইজি এলেও কলেজের পক্ষ থেকে পতাকা উত্তোলনের কোন ব্যবস্থাই করা হয়নি বলে অভিযোগ । এরপর কলেজের অধ্যক্ষ অমিতাভ রায়কে প্রকাশ্যেই ক্ষোভ প্রকাশ করেন ডিআইজি বিজয় মেহেতা(BSF DIG) । তারপর অতিথিরা যাওয়ার পরে কলেজের পতাকা উত্তোলন করেন অধ্যক্ষ অমিতাভ রায় ।
এদিন কলেজের ডায়মণ্ড জুবলি ও ভারতের স্বাধীনতার 75 বছর উপলক্ষ্যে 'আজাদি কি অমৃত মহোৎসব'কে কেন্দ্র করে হার ঘর তিরঙ্গার প্রোগ্রামকে সামনে রেখেই জলপাইগুড়ি রানীনগর সেক্টর বিএসএফের পক্ষ থেকে অস্ত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছিল । কলেজ কর্তৃপক্ষের অনুরোধের বিএসএফের পক্ষ থেকে কলেজকে সাজানো-সহ সমস্ত আয়োজন করা হয় ৷ কিন্তু কলেজ কর্তৃপক্ষের থেকে চুড়ান্ত অব্যবস্থা ছিল বলে অভিযোগ উঠেছে ।
ডিআইজি সময়মত অনুষ্ঠানে যোগ দিতে আসার আগেও কলেজেই সবাইকে পাওয়া যায়নি । খবর পাঠানো হয় কলেজ কর্তৃপক্ষকে । এরপর অধ্যক্ষ ছুটে আসেন । পতাকা উত্তোলন করার জন্য ডিআইজি গাড়ি থেকে নেমে দেখেন কোন ব্যবস্থাই করা হয়নি । তা দেখে তিনি ক্ষোভ প্রকাশ করেন(BSF DIG feels insulted to participate in programme of Jalpaiguri Govt Engineering College) । এরপর বিজয় মেহেতাকে সভামঞ্চে নিয়ে যাওয়া হয় সেখানে তিনি সময় ও ব্যবস্থা ঠিকমত করতে হয় বলেও ক্ষোভ প্রকাশ করেন । এদিন ডিআইজি বিজয় মেহেতা বলেন, "ভারতের স্বাধীনতার 75 বছর পুর্তি ও কলেজের 60 বছর পুর্তি উপলক্ষে আমরা যৌথভাবে অনুষ্ঠান করছি । বিএসএফ কী কী অস্ত্র ব্যবহার করে তা প্রদর্শন করা হল । আমরা ছাত্রদের বললাম কোন চাপ নিয়ে কাজ করবে না । সফলতা আসবেই তবে ধৈর্য ধরতে হবে ।"