পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Cattle Smuggling: চা পাতার আড়ালে গবাদি পশু পাচার, 10টি গরু-সহ গ্রেফতার 3 - চা পাতার আড়ালে গবাদি পশু পাচার

পিকআপ ভ্যানে চা পাতা বোঝাই করে তার নিচে গবাদি পশু পাচার ৷ তল্লাশি চালাতেই সামনে এল যাবতীয় ক্রিয়াকলাপ ৷ বিএসএফের হাতে গ্রেফতার 3 ভারতীয় যুবক ৷

Etv Bharat
চা পাতার আড়ালে গবাদি পশু পাচার

By ETV Bharat Bangla Team

Published : Aug 30, 2023, 6:52 PM IST

জলপাইগুড়ি, 30 অগস্ট: চা পাতার আড়ালে গবাদি পশু পাচারের চেষ্টা । ভারত-বাংলাদেশ সীমান্ত থেকে উদ্ধার 10টি গবাদি পশু । গ্রেফতার 3 পাচারকারী । সূত্র মারফত পাওয়া খবরের ভিত্তিতে ভারত-বাংলাদেশ সীমান্তে বিএসএফের শিলিগুড়ি সেক্টরের অধীনে 15 নং ব্যাটালিয়নে অভিযান চালানো হয় ।

জলপাইগুড়ি জেলার মানিকগঞ্জের বিএসএফের বর্ডার আউট পোস্ট মহাদেবের জওয়ানদের জলপাইগুড়ি জেলার ভারত-বাংলাদেশ সীমান্তে মোতায়েন করা হয় । বিওপির সামনে দিয়ে যাওয়া পিক আপ ভ্যানকে আটকে তল্লাশি চালানো হয় । সেখানে দেখা যায় চা পাতা বোঝাই করা রয়েছে ওই ভ্যানে । গাড়িতে থাকা তিনজনকে জিজ্ঞাসাবাদ করলে তারা চা পাতা নিয়ে যাবার কথা বলেন । কিন্তু তাতে সন্দেহ হওয়ায় জওয়ানরা চা পাতা সরিয়ে তল্লাশি করতেই দেখা যায় গরু রয়েছে চা পাতার নিচে । গরু পাচারের অভিযোগে ওই তিনজনকে গ্রেফতার করা হয় । ধৃতদের সুমন্ত সরকার, অভিজিৎ রায়, শুভরাজ চক্রবর্তী । ধৃতরা সবাই জলপাইগুড়ি কোতয়ালি থানার অন্তর্গত দক্ষিণ পাণ্ডাপাড়া বরতলার বাসিন্দা ।

জানা গিয়েছে, ভারত-বাংলাদেশ সীমান্তের হলদিবাড়ি-সাতকুড়া রোডের বিওপি মহাদেবের মেইন গেটের সামনে দিয়ে 10টি গবাদি পশুকে গোপনে একটি মাহিন্দ্রা বোলেরো পিকআপ গাড়িতে লুকিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল । ভারত থেকে বাংলাদেশে গরু পাচারের উদ্দেশ্যে চা পাতার আড়ালে পশু পাচার করা হচ্ছিল বলে দাবি বিএসএফের । উদ্ধার করা গবাদি পশু এবং বোলেরো-সহ আটক তিন ভারতীয় নাগরিককে জলপাইগুড়ি কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে ।

উত্তরবঙ্গ ফ্রন্টিয়ার বিএসএফের পক্ষ থেকে জানানো হয়েছে বি জওয়ানরা সীমান্তে চোরাচালান রুখতে বদ্ধপরিকর । চোরা চালানের যেকোনও চেষ্টাকে ব্যর্থ করার জন্য সীমান্তে বিএসএফ জওয়ানরা সতর্কতা বজায় রাখছে । দেশবিরোধী কাজ তথা সীমান্তে চোরাচালান, অনুপ্রবেশের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিচ্ছে বিএসএফ ।

আরও পড়ুন : জুতোর সোলে পাচারের চেষ্টা, দেড় কোটি মূল্যের সোনার বিস্কুট-সহ ধৃত ভিনরাজ্যের 2

ABOUT THE AUTHOR

...view details