জলপাইগুড়ি, 30 অগস্ট: চা পাতার আড়ালে গবাদি পশু পাচারের চেষ্টা । ভারত-বাংলাদেশ সীমান্ত থেকে উদ্ধার 10টি গবাদি পশু । গ্রেফতার 3 পাচারকারী । সূত্র মারফত পাওয়া খবরের ভিত্তিতে ভারত-বাংলাদেশ সীমান্তে বিএসএফের শিলিগুড়ি সেক্টরের অধীনে 15 নং ব্যাটালিয়নে অভিযান চালানো হয় ।
জলপাইগুড়ি জেলার মানিকগঞ্জের বিএসএফের বর্ডার আউট পোস্ট মহাদেবের জওয়ানদের জলপাইগুড়ি জেলার ভারত-বাংলাদেশ সীমান্তে মোতায়েন করা হয় । বিওপির সামনে দিয়ে যাওয়া পিক আপ ভ্যানকে আটকে তল্লাশি চালানো হয় । সেখানে দেখা যায় চা পাতা বোঝাই করা রয়েছে ওই ভ্যানে । গাড়িতে থাকা তিনজনকে জিজ্ঞাসাবাদ করলে তারা চা পাতা নিয়ে যাবার কথা বলেন । কিন্তু তাতে সন্দেহ হওয়ায় জওয়ানরা চা পাতা সরিয়ে তল্লাশি করতেই দেখা যায় গরু রয়েছে চা পাতার নিচে । গরু পাচারের অভিযোগে ওই তিনজনকে গ্রেফতার করা হয় । ধৃতদের সুমন্ত সরকার, অভিজিৎ রায়, শুভরাজ চক্রবর্তী । ধৃতরা সবাই জলপাইগুড়ি কোতয়ালি থানার অন্তর্গত দক্ষিণ পাণ্ডাপাড়া বরতলার বাসিন্দা ।