পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

দুর্নীতির অভিযোগ, ফের শুরু সেতু তৈরির কাজ - সেতুতে ফাটল

সংবাদমাধ্যমে খবর চাউর হতেই টনক নড়ল পূর্তদপ্তরের জাতীয় সড়ক বিভাগের । নতুন করে রাস্তা তৈরির বরাত দেওয়া হল অন্য এক ঠিকাদারকে ।

রাস্তা সারাই

By

Published : Oct 15, 2019, 7:56 PM IST

Updated : Oct 16, 2019, 3:34 AM IST

জলপাইগুড়ি, 15 অক্টোবর : সেতু ও সেতু সংযোগকারী রাস্তা তৈরির কাজে দুর্নীতির অভিযোগ তুলেছিলেন এলাকাবাসী । সংবাদমাধ্যমে সেই খবর চাউর হতেই টনক নড়ল পূর্তদপ্তরের জাতীয় সড়ক বিভাগের । নতুন করে রাস্তা তৈরির বরাত দেওয়া হল অন্য এক ঠিকাদারকে ।

দোমোহনি থেকে ময়নাগুড়িগামী রাজ্য সড়কে রয়েছে ফুলকুড়া সেতু । এই সেতু ও সেতুর সংযোগকারী রাস্তার বেহাল দশায় ক্ষোভ ছড়িয়েছিল স্থানীয়দের মধ্যে । এরপরই সেতুটি নতুন করে তৈরি করা হয় । পাশাপাশি সেতু সংযোগকারী রাস্তারও মেরামতি করা হয় । কিন্তু পাঁচ মাস যেতে না যেতেই ফের রাস্তায় ফাটল দেখা দেয় । তাতেই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা । খবর প্রকাশিত হয় সংবাদমাধ্যমে । এরপরই পরিস্থিতি সামাল দিতে ফের সেতু ও সেতুর সংযোগকারী রাস্তা মেরামতির কাজ শুরু করে পূর্ত দপ্তর । রাস্তায় পিচের প্রলেপ দেওয়া শুরু হয় ।

স্থানীয় বাসিন্দাদের দাবি, অত্যন্ত নিম্নমানের জিনিস দিয়ে রাস্তা তৈরির কাজ হচ্ছে । তাই বার বার রাস্তায় ফাটল দেখা যাচ্ছে । ভালো মানের জিনিস দিয়ে কাজ করলে রাস্তার হাল এরকম হত না । একথা স্বীকার করেছেন বরাতপ্রাপ্ত ঠিকাকর্মীর পর্যবেক্ষক মোতিলাল সরকার । তিনিও জানান, প্রথমে সেতুর কাজটা ঠিকভাবে হয়নি । তাই তাদের মালিককে নতুন করে কাজটি করতে বলা হয়েছে ।

জলপাইগুড়ি পূর্তদপ্তরের নির্বাহী বাস্তুকার (হাইওয়ে ডিভিশন) অনিন্দ্য রায় বলেন, "সেতুটির নির্মাণের কাজ বৃষ্টির জন্য শেষ হয়নি । কাজ শেষ হলে এই সমস্যাগুলো আর থাকবে না ।"

Last Updated : Oct 16, 2019, 3:34 AM IST

ABOUT THE AUTHOR

...view details