জলপাইগুড়ি, 15 অক্টোবর : সেতু ও সেতু সংযোগকারী রাস্তা তৈরির কাজে দুর্নীতির অভিযোগ তুলেছিলেন এলাকাবাসী । সংবাদমাধ্যমে সেই খবর চাউর হতেই টনক নড়ল পূর্তদপ্তরের জাতীয় সড়ক বিভাগের । নতুন করে রাস্তা তৈরির বরাত দেওয়া হল অন্য এক ঠিকাদারকে ।
দোমোহনি থেকে ময়নাগুড়িগামী রাজ্য সড়কে রয়েছে ফুলকুড়া সেতু । এই সেতু ও সেতুর সংযোগকারী রাস্তার বেহাল দশায় ক্ষোভ ছড়িয়েছিল স্থানীয়দের মধ্যে । এরপরই সেতুটি নতুন করে তৈরি করা হয় । পাশাপাশি সেতু সংযোগকারী রাস্তারও মেরামতি করা হয় । কিন্তু পাঁচ মাস যেতে না যেতেই ফের রাস্তায় ফাটল দেখা দেয় । তাতেই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা । খবর প্রকাশিত হয় সংবাদমাধ্যমে । এরপরই পরিস্থিতি সামাল দিতে ফের সেতু ও সেতুর সংযোগকারী রাস্তা মেরামতির কাজ শুরু করে পূর্ত দপ্তর । রাস্তায় পিচের প্রলেপ দেওয়া শুরু হয় ।