পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Rail Roko Protest: রেল রোকোর জের, নববধূকে নিয়ে ফেরার পথে ময়নাগুড়িতে আটকে খড়দার দত্ত পরিবার - Rail Roko Protest

বিয়ে করে সঠিক সময়ে বউ নিয়ে বাড়ি ফিরতে পারলেন না খড়দার বাসিন্দা পার্থ দত্ত (Bridegrooms Stuck at Rail Roko Protest) ৷ দুষলেন রেল রোকোকে ৷

Rail Roko Protest
রেল রোকোতে আটকে পড়লেন বরযাত্রীরা

By

Published : Dec 7, 2022, 3:30 PM IST

জলপাইগুড়ি, 7 ডিসেম্বর: ম্যাট্রিমনি সাইটের মাধ্যমে পরিচয়, তারপর দুই পরিবারের সম্মতিতে বিয়ে ৷ সব ঠিকভাবে মিটে গেলেও ঠিক সময়ে নববধূকে নিয়ে বাড়ি ফেরার পথে বিপত্তি ৷ বিয়ের পর নতুন বউকে নিয়ে লামডিং থেকে বাড়ি ফেরার পথে রেল রোকোয় মাঝরাস্তায় আটকে পড়েছেন খড়দার দত্ত পরিবার ৷ তার উপর ট্রেনে নেই জল, পর্যাপ্ত খাবার (Bridegrooms Stuck at Rail Roko Protest) ৷

আলাদা রাজ্যের দাবিতে সরব হয়েছে কামতাপুর স্টেট ডিমান্ড ফোরাম (Kamtapur State Demand Forum) ৷ রেল রোকো-র কারণে তাই বিপাকে পড়েছেন লামডিং ফেরৎ বরযাত্রীরা । নববধূকে নিয়ে বাড়ি ফেরার পথে আটকে ট্রেন ৷ আগামিকাল বধূবরণ কী করে করবেন, ভেবে দিশেহারা পরিবার ।

জানা গিয়েছে, অসমের লামডিং স্টেশন পাড়ায় বিয়ে করে বউ নিয়ে ফিরছেন পার্থ দত্ত। দক্ষিণবঙ্গের খড়দার বাসিন্দা তিনি ৷ পেশায় ব্যবসায়ী পার্থর সঙ্গে লামডিং-এর যুবতি রিয়া চৌধুরীর সঙ্গে বিয়ে হয় গত পরশুদিন। সোমবার সন্ধ্যায় লামডিং থেকে শিলচর-শিয়ালদা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে শিয়ালদার উদ্দেশ্যে রওনা দেন তাঁরা। মঙ্গলবার সকাল ছ'টায় নিউ ময়নাগুড়ি রেলওয়ে ষ্টেশনে রেল অবরোধের কবলে পড়ে ট্রেন (Kamtapuri Rail Roko) । ফলে বউ নিয়ে সঠিক সময়ে খড়দা এসে পৌঁছবেন কি না, তা নিয়ে সন্দিহান দত্ত পরিবার ৷

পাত্র পার্থ দত্ত বলেন, "গত পরশু আমাদের বিয়ে হয় । গতকাল আমরা কাঞ্চনজঙ্ঘা ট্রেনে উঠি । সব ঠিকঠাকই ছিল ৷ কিন্তু এদিন সকালে আমরা অবরোধে আটকে পড়ি ৷ কী করব এখন বুঝে উঠতে পারছি না ।"

পাত্রী রিয়া চৌধুরী বলেন, "বিয়ে করে শ্বশুর বাড়ি যাচ্ছি ৷ কিন্তু এমন অবস্থা হবে ভাবতেও পারি না । ট্রেনে বসে থাকতে হবে তা ভাবতেই পারিনি । এইভাবে শ্বশুরবাড়ি যাব সেটা খারাপ লাগছে ।"

রেল রোকোতে আটকে পড়লেন বরযাত্রীরা

আরও পড়ুন:পৃথক রাজ্যের দাবিতে আন্দোলনে কামতাপুরী, ময়নাগুড়ি রেললাইন অবরোধ

বরযাত্রীর এক সদস্য জানান, খুবই খারাপ লাগছে । ট্রেনে জল নেই । খাবারের কোনও ব্যবস্থা নেই । আমাদের সঙ্গে অনেক বাচ্চা রয়েছে ৷ কী করব বুঝে উঠতে পারছি না । মামাতো ভাই-এর বিয়েতে লামডিং গিয়েছিলাম ৷ ফেরার পথে রেল রোকোতে ট্রেনে আটকে রয়েছি । আমরা কখন কীভাবে আর কখন বাড়ি পৌঁছব জানি না। এরপর আবার কী সমস্যা পড়ব বুঝতে পারছি না ।

ABOUT THE AUTHOR

...view details