জলপাইগুড়ি, 9 নভেম্বর: বাংলাদেশের ঘটনার পর আবারও মন্দিরের বিগ্রহ ভাঙার ঘটনা ঘটল এরাজ্যে ৷ রাধাকৃষ্ণের মন্দিরের বিগ্রহ ভেঙে তাতে আগুন লাগানোর ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল জলপাইগুড়িতে। প্রতিবাদে রাস্তা অবরোধ করলেন স্থানীয় বাসিন্দারা। ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি জেলার কালিয়াগঞ্জে।
স্থানীয় বাসিন্দা সীতানাথ কবিরাজের অভিযোগ, আজ সকালে প্রাতঃভ্রমণে বেরিয়ে তাঁরা দেখেন মন্দিরের বিগ্রহ ভেঙে তাতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। নগর কীর্তনে বেরিয়ে ভক্তরা মন্দিরে প্রণাম করতে গিয়েও দেখেন বিগ্রহ ভাঙা অবস্থায় পড়ে রয়েছে। এরপরেই স্থানীয়রা অবরোধ করে জলপাইগুড়ি থেকে শিলিগুড়িগামী কালিয়াগঞ্জের রাজ্য সড়ক। স্থানীয়রা জানিয়েছেন, এলাকায় হিন্দু-মুসলিমদের মধ্যে যথেষ্ট ভাল সম্পর্ক রয়েছে ৷ সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রয়েছে এলাকায় ৷ তারপরেও এই ঘটনার নিন্দা করেন সব ধর্মের মানুষজন ৷ এই ঘটনা যারা ঘটিয়েছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও তোলেন স্থানীয়রা ৷