পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Breaking The Idol: জলপাইগুড়িতে বিগ্রহ ভাঙার প্রতিবাদে রাস্তা অবরোধ - Kaliaganj

জলপাইগুড়ি জেলার কালিয়াগঞ্জে মন্দিরের বিগ্রহ ভাঙার প্রতিবাদে রাজ্য সড়ক অবরোধ করলেন স্থানীয়রা ৷ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ৷

Breaking The Idol
জলপাইগুড়িতে বিগ্রহ ভাঙার প্রতিবাদে রাস্তা অবরোধ

By

Published : Nov 9, 2021, 1:00 PM IST

জলপাইগুড়ি, 9 নভেম্বর: বাংলাদেশের ঘটনার পর আবারও মন্দিরের বিগ্রহ ভাঙার ঘটনা ঘটল এরাজ্যে ৷ রাধাকৃষ্ণের মন্দিরের বিগ্রহ ভেঙে তাতে আগুন লাগানোর ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল জলপাইগুড়িতে। প্রতিবাদে রাস্তা অবরোধ করলেন স্থানীয় বাসিন্দারা। ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি জেলার কালিয়াগঞ্জে।

স্থানীয় বাসিন্দা সীতানাথ কবিরাজের অভিযোগ, আজ সকালে প্রাতঃভ্রমণে বেরিয়ে তাঁরা দেখেন মন্দিরের বিগ্রহ ভেঙে তাতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। নগর কীর্তনে বেরিয়ে ভক্তরা মন্দিরে প্রণাম করতে গিয়েও দেখেন বিগ্রহ ভাঙা অবস্থায় পড়ে রয়েছে। এরপরেই স্থানীয়রা অবরোধ করে জলপাইগুড়ি থেকে শিলিগুড়িগামী কালিয়াগঞ্জের রাজ্য সড়ক। স্থানীয়রা জানিয়েছেন, এলাকায় হিন্দু-মুসলিমদের মধ্যে যথেষ্ট ভাল সম্পর্ক রয়েছে ৷ সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রয়েছে এলাকায় ৷ তারপরেও এই ঘটনার নিন্দা করেন সব ধর্মের মানুষজন ৷ এই ঘটনা যারা ঘটিয়েছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও তোলেন স্থানীয়রা ৷

আরও পড়ুন: কলকাতার পর জলপাইগুড়ি, বুর্জ খলিফা দেখতে দর্শনার্থীদের ঢল

এদিন ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে আসে কোতয়ালি থানার পুলিশ। স্থানীয়দের অভিযোগ, এলাকায় পুলিশের টহল দিলে এমন ঘটনা ঘটত না। আমরা চাই রাতে পুলিশ এলাকায় টহল দিক। এলাকায় আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে চলি। আমরা একে অন্যের বিপদে পাশে দাঁড়াই ৷ এদিনের অবরোধে সব ধর্মের মানুষই সামিল হন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

ABOUT THE AUTHOR

...view details