পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Duare Sarkar : দুয়ারে সরকারে উধাও দূরত্ব বিধি, টাকা নিয়ে ফর্ম ফিলাপে ধৃত 1 - লক্ষ্মীর ভাণ্ডার

একদিকে ফর্ম ফিলাপের জন্য উপচে পড়ছে ভিড় ৷ অন্যদিকে টাকার বিনিময়ে চলছে লক্ষ্মীর ভাণ্ডারের ফর্ম ফিলাপ ৷ কোথাও আবার লাইনে দাঁড়িয়ে ভিড়ের মধ্যে পড়ে গিয়ে ফাটল মাথা ৷ শনিবার দিনভর এমনই ছবি দেখা গেল জলপাইগুড়ির দুয়ারে সরকারের ক্যাম্পে ৷

টাকা নিয়ে ফর্ম ফিলাপ
টাকা নিয়ে ফর্ম ফিলাপ

By

Published : Aug 22, 2021, 11:35 AM IST

জলপাইগুড়ি, 22 অগস্ট : দুয়ারে সরকারের ক্যাম্পে করোনা বিধি উপেক্ষা করে দেখা গেল দেদার ভিড় ৷ কোভিড বিধিকে রীতিমতো বুড়ো আঙুল দেখিয়ে চলছে রাজ্য সরকারের দুয়ারে সরকার ক্যাম্প । ভিড়ে ঠাসা ক্যাম্পে তিল ধারণের জায়গাটুকুও নেই । ভিড়ের চোটে হলদিবাড়ি-জলপাইগুড়ি রাজ্য সড়ক স্তব্ধ । নীরব দর্শকের ভূমিকায় প্রশাসন ।

অন্যদিকে ক্যাম্পের বাইরে টাকার বিনিময়ে চলছিল ফর্ম ফিলাপ ৷ বুঝতে পেরে গ্রাহকরাই পুলিশের হাতে তুলে দিলেন যুবককে ৷ শনিবার জলপাইগুড়িতে এমনই সব দৃশ্য ধরা পড়ল ইটিভি ভারতের ক্যামেরায় ৷

সকাল সাতটা থেকেই জলপাইগুড়ি সদর ব্লকের খড়িয়া গ্রাম পঞ্চায়েতের সামনে হয়েছে দুয়ারে সরকারের ক্যাম্প ৷ শনিবার সেখানেই স্বাস্থ্যসাথী ও লক্ষ্মীর ভাণ্ডারের জন্য ফর্ম ফিলাপের ভিড় ছিল চোখে পড়ার মত । অনেকেই মাস্ক না পরেই লাইনে দাঁড়িয়েছেন ৷ কেউ আবার মাস্ক পরলেও গরমের চোটে খুলতে বাধ্য হয়েছেন ।

আরও পড়ুন :Mamata Banerjee : 16 অগস্ট থেকে দুয়ারে সরকার, মিলবে লক্ষ্মীর ভাণ্ডারের ফর্ম

করোনার তৃতীয় ঢেউ আসার আগে সরকারের তরফে সামাজিক দূরত্ব মেনে চলা ও মাস্ক পরার উপর জোর দিতে বলা হলেও দুয়ারে সরকারের ক্যাম্পে তার বিন্দুমাত্রও দেখা গেল না ৷ সরকারের বিধি নিষেধ সরকারই মানছে না বলে এদিন অভিযোগ করেন ক্যাম্পে আসা গ্রাহকরা ।

দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকা রীতা গুহ, জবা রায়চৌধুরী ও তারামণি বারুইরা জানান, এত ভিড় ভাবতেই পারছি না । সরকার বলছে ভিড় করবেন না । কিন্তু সরকারি কাজেই এত ভিড় ।

এদিকে ক্যাম্পের বাইরে টাকার বিনিময়ে ফর্ম ফিলাপ করতে গিয়ে এক ব্যক্তিকে আটক করল পুলিশ ৷ যদিও ধৃত ব্যক্তি ফর্ম ফিলাপের বিনিময়ে টাকা নেওয়ার বিষয়টি অস্বীকার করেছে ৷

অন্যদিকে, চুড়ান্ত অব্যবস্থার ছবি দেখা গেল সদর ব্লকের পান্ডাপাড়া কালীবাড়ির দুয়ারে সরকার ক্যাম্পে । ভিড়ের ফলে পড়ে গিয়ে মাথা ফাটল এক বৃদ্ধার । তবুও ওই অবস্থাতেই লক্ষ্মীর ভাণ্ডারের ফর্ম পাওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে থাকলেন তিনি । সাহায্য করার জন্য সরকারের পক্ষ থেকে কোনও উদ্যোগ নেওয়া হল না ।

আরও পড়ুন :Duare sarkar : দুয়ারে সরকার ক্যাম্পে টাকা নিয়ে ফর্ম ফিল আপের অভিযোগ

ABOUT THE AUTHOR

...view details