পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

চা শ্রমিকদের বোনাসেই চাঙ্গা হবে উত্তরবঙ্গের বাজার, আশা ব্যবসায়ীদের - জলপাইগুড়ি

উত্তরবঙ্গে মোট 300টি চা বাগান রয়েছে ৷ সব মিলিয়ে শ্রমিকের সংখ্যা 4 লাখ ৷ 20 শতাংশ হারে পুজোর বোনাস পাবেন শ্রমিকরা ৷ তাতেই বাজার চাঙ্গা হবে বলে মনে করছেন ব্যবসায়ীরা ৷

tea-workers-bonus
tea-workers-bonus

By

Published : Oct 5, 2020, 11:47 PM IST

জলপাইগুড়ি, 5 আগস্ট : লকডাউনে গত সাত মাস বিরাট ক্ষতির মুখে পড়েছেন ব্যবসায়ীরা । এবার হয়তো সেই ক্ষতি সামাল দেওয়া যাবে বলে মনে করা হচ্ছে । কারণ 20 শতাংশ পুজোর বোনাস পাচ্ছেন চা শ্রমিকরা ৷ তাতে বাজারে আসবে 450-500 কোটি টাকা । বাগানের মালিক পক্ষের বক্তব্য, দীর্ঘ কয়েক বছর পর 20 শতাংশ হারে বোনাস পাবেন চা শ্রমিকরা ৷ স্বভাবতই খুশির হাওয়া বাগানে । বাগান থেকে সেই খুশির ঢেউ পৌঁছাচ্ছে উত্তরবঙ্গের ব্যবসায়ীদের মধ্যেও ৷ তাঁদের আশা, হাতে টাকা এলে কেনাকাটা করবেন শ্রমিকরা ৷ তাতেই চাঙ্গা হবে বাণিজ্য ।

উত্তরবঙ্গে মোট 300টি চা বাগান রয়েছে ৷ এর মধ্যে ডুয়ার্সে রয়েছে 151টি ৷ দার্জিলিঙে আছে 86টি ৷ 42টি চা বাগানে রয়েছে তরাই অঞ্চলে ৷ এছাড়া উত্তর দিনাজপুর ও কোচবিহারেও রয়েছে কয়েকটি চা বাগান ৷ সব মিলিয়ে শ্রমিকের সংখ্যা 4 লাখ ৷ সকলেই 20 শতাংশ হারে বোনাস পাবেন । এর জন্য রাজ্য সরকার বরাদ্দ করেছে প্রায় 500 কোটি টাকা ৷

চা শ্রমিকদের বোনাসেই বাজার চাঙ্গা হওয়ার আশা

এই বিষয়ে জলপাইগুড়ির চা শ্রমিক নেতা স্বপন সরকার বলেন, "চা শিল্পে বোনাসের ফলে কয়েকশো কোটি টাকা বাজারে আসবে । ফলে ব্যবসা কিছুটা হলেও ভালো হবে । গত বছরের থেকে এবার বোনাস বেশি পাচ্ছেন শ্রমিকরা । এতে আর্থসামাজিক উন্নয়ন হবে । বাজারে ভালো বিনিয়োগ হবে । লকডাউনের ছয়-সাত মাসের মন্দা কাটবে ।"

আলিপুরদুয়ারের বিধায়ক তথা সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাঙ্কের চেয়ারম্যান সৌরভ চক্রবর্তী বলেন, "উত্তরবঙ্গের চা বাগানে বোনাসের ফলে আর্থ সামাজিক উন্নয়ন হবে ৷ লেনদেন হবে ৷ বেচাকেনা হবে । তাতেই ব্যবসা ভালো হবে ।"

জলপাইগুড়ি ডেঙ্গুয়াঝাড় চা বাগানের সিনিয়র ম্যানেজার জীবনচন্দ্র পাণ্ডেও একমত ৷ তিনি বলেন, "আমার বাগানে 2 কোটি 20 লাখ টাকার বোনাস দেওয়া হবে । মালিকপক্ষের সংগঠন কনসালটেটিভ কমিটি অব টি প্ল্যান্টার্স অ্যাসোসিয়েশনের (CCPA) পক্ষ থেকে খুব তাড়াতাড়ি বোনাসের ঘোষণা করা হয়েছে । এই টাকা উত্তরবঙ্গেই দেওয়া হবে । ফলে আর্থসামাজিক উন্নয়ন হবে । লকডাউনে অনেকের ক্ষতি হয়েছে । সামনে পুজো । জামা-কাপড় কিনবে মানুষ । বোনাসের টাকা বাজারের বিভিন্ন ক্ষেত্রে যাবে ।"

জলপাইগুড়ি জেলা মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সম্পাদক দিলীপ সাহাও আশাবাদী ৷ তিনি বলেন, "অনেক দিন ব্যবসা নেই আমাদের । তবে চা বাগানের বোনাসের ফলে আশা করছি 30 শতাংশ ব্যবসা হবে এবার ।"

ABOUT THE AUTHOR

...view details