পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Body Recovered in Jalpaiguri : 3 দিন ধরে নিখোঁজ থাকার পর তালা ভেঙে উদ্ধার দেহ, চাঞ্চল্য জলপাইগুড়িতে - Body Recover at Jalpaiguri

জলপাইগুড়িতে বন্ধ ঘর থেকে এক ব্যক্তির দেহ উদ্ধার করল কোতোয়ালি থানার পুলিশ (Body Recovered in Jalpaiguri) ৷ ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ির দেশবন্ধুপাড়ায় ৷

Jalpaiguri News
জলপাইগুড়িতে বন্ধ ঘর থেকে ব্যক্তির দেহ উদ্ধার

By

Published : Mar 31, 2022, 5:34 PM IST

Updated : Mar 31, 2022, 6:47 PM IST

জলপাইগুড়ি, 31 মার্চ :বন্ধ ঘর থেকে এক ব্যক্তির দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়াল জলপাইগুড়ির দেশবন্ধুপাড়ায় ৷ তিনদিন নিখোঁজ থাকার পর বৃহস্পতিবার খবর পেয়ে কোতোয়ালি থানার পুলিশ এসে দুঃশাসন বারিক নামে (34) ওই ব্যক্তির দেহ উদ্ধার করে (Body Recover from a Closed Room after 3 Days at Jalpaiguri) ৷ খবর পাঠানো হয় মৃতের বাড়িতেও ৷

বিগত তিনদিন ধরে এক কর্মীর কোনও খোঁজখবর পাচ্ছিল না জলপাইগুড়ির (Jalpaiguri News) রানিনগরস্থিত বহুজাতিক এক পানীয় সংস্থা ৷ অফিসে অনুপস্থিতির পাশাপাশি ফোনেও যোগাযোগ করতে না পেরে সংস্থার নির্দেশে অন্যান্য কর্মীরা ওই নিখোঁজ কর্মীর বাড়িতে যান ৷ দেশবন্ধুপাড়ার ওই বাড়িতে গিয়ে দরজা বন্ধ দেখে তাঁরা পুলিশে খবর দেন ৷ এরপর পুলিশ এসে দরজা ভাঙতেই পচা গন্ধ পাওয়া যায় ৷ দেখা যায় দুঃশাসন বারিক (34) নামে ওই ব্যক্তি মুখ থুবড়ে পড়ে রয়েছে ৷ পাশে মদের বোতল ৷

জলপাইগুড়িতে বন্ধ ঘর থেকে ব্যক্তির দেহ উদ্ধার

আরও পড়ুন :Tree Falls into Market : ভরা বাজারে ভেঙে পড়ল গাছ, প্রাণ গেল নাবালকের

দুঃশাসন বারিক ওই বহুজাতিক সংস্থার ইউলিটি ডিপার্টমেন্ট ও গ্রিন ফিল্ড প্ল্যান্টে কাজ করতেন । দেশবন্ধুপাড়ায় পরিবার নিয়ে প্রথমে ভাড়া থাকতে শুরু করেন তিনি ৷ সম্প্রতি পরিবার এখানে আর থাকত না, তিনি একাই থাকতেন ।

এই বিষয়ে বাড়ির কেয়ারটেকার অমিতাভ সরকার বলেন, "বৃহস্পতিবার সকালে আমার জামাই সুমিত ভট্টাচার্য আমাকে ফোন করে বলে বাড়িতে যাঁকে ভাড়া দেওয়া ছিল তাঁকে তিনদিন ধরে খুঁজে পাওয়া যাচ্ছে না । তাই বাড়ির দরজা খুলে দেখতে হবে । সেইমতো পুলিশ এসে তালা ভেঙে দেখে ওই ব্যক্তি ঘরে মুখ থুবড়ে পড়ে রয়েছেন ।"
কীভাবে এই ঘটনা ঘটল, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ ৷

আরও পড়ুন :Jalpaiguri TMC News : তৃণমূল কাউন্সিলরের স্বামীর বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা, কারণ নিয়ে ঘনাচ্ছে রহস্য

Last Updated : Mar 31, 2022, 6:47 PM IST

ABOUT THE AUTHOR

...view details