রাজস্থানে মৃত ছাত্রের দেহ ফিরল ধূপগুড়ির বাড়িতে জলপাইগুড়ি, 5 ফেব্রুয়ারি: কফিনবন্দি দেহ ফিরল বাড়িতে । রাজস্থানের কোটায় নিট প্রবেশিকা পরীক্ষার প্রস্তুতির জন্য কোচিং নিতে যাওয়া ছাত্রের আকস্মিক মৃত্যু হয় 2 ফেব্রুয়ারি বৃহস্পতিবার (Body of Student Returned Jalpaiguri from Rajasthan) ৷ হস্টেলের ছ'তলা থেকে পড়ে গিয়ে মৃত্যু হয় জলপাইগুড়ির ধূপগুড়ি পৌরসভার 14 নম্বর ওয়ার্ডের বাসিন্দা ঈশানাংশু ভট্টাচার্যের (Jalpaiguri News)। তবে বর্তমানে তারা মাস্টার কোয়ার্টার পাড়া এলাকায় থাকতেন ৷
মাস ছয়েক আগে সর্বভারতীয় নিট প্রবেশিকা পরীক্ষার প্রস্তুতির জন্য কোচিং নিতে ধূপগুড়ি থেকে কোটায় গিয়েছিলেন ঈশানাংশু । বৃহস্পতিবার রাতে বন্ধুদের সঙ্গে হস্টেলের ব্যালকনির ছ'তলায় গল্প করছিলেন তিনি ৷ এরপর জুতো পড়তে গিয়ে ব্যালকনিতে লাগানো তারজালিতে হেলান দেওয়া মাত্রই তা ছিঁড়ে ছ'তলা থেকে নীচে পড়ে যান ঈশানাংশু । এই মর্মান্তিক দৃশ্য ধরা পড়েছে হস্টেলের সিসিটিভি ফুটেজে । কোটা প্রশাসনের তরফে ছাত্রের মৃত্যু সংবাদ জানানো হয় পরিবারকে ।
ঘটনার কথা জানতে পেরে তড়িঘড়ি পরিবারের লোকেরা পৌঁছে যান রাজস্থানের কোটায়। রবিবার ঈশানাংশুর দেহ নিয়ে তাঁরা বিমানে বাগডোগরা আসেন । এরপর সড়কপথে দেহ নিয়ে আসা হয় ধূপগুড়ির বাড়িতে । দেহ বাড়িতে আসতেই কান্নায় ভেঙে পড়েন পরিবার পরিজনরা । শেষবারের মতো পাড়ার ছেলেকে দেখতে ভিড় জমান অনেকেই ৷ এই মেধাবী ছাত্রের মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা ধূপগুড়ি জুড়ে ।
এই বিষয়ে ধূপগুড়ি পৌরসভার ভাইস চেয়ারম্যান রাজেশ কুমার সিং বলেন, "খুবই মর্মান্তিক ঘটনা । এই মৃত্যু কখনও মেনে নেওয়া যায় না । মেধাবী ছাত্রের মৃত্যুতে আমরা মর্মাহত ৷ যা ভাষায় প্রকাশ করা যায় না । এর পরিবারের প্রতি সমবেদনা জানাই ৷" যদিও এই ঘটনায় হস্টেল কর্তৃপক্ষের গাফিলতির দাবি করেছে পরিবার ৷ ঈশানাংশুর জেঠু অভিজিৎ ভট্টাচার্য বলেন, "এমন একটা দুর্ঘটনায় হস্টেলের একটা গাফিলতি তো থেকেই যায় ৷ তাদের তো দেখা উঠিত ছিল তারজালির অবস্থা ৷ যে কারওরই দুর্ঘটনা ঘটতে পারত ৷"
আরও পড়ুন :রাজস্থানে বহুতল থেকে পড়ে মৃত্যু বাঙালি পড়ুয়ার